ট্রাম্প প্রস্তাবিত 'বোর্ড অব পিস' এ যোগ দিচ্ছে প্রভাবশালী ৮ মুসলিম দেশ

ট্রাম্প প্রস্তাবিত 'বোর্ড অব পিস' এ যোগ দিচ্ছে প্রভাবশালী ৮ মুসলিম দেশ
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত 'বোর্ড অব পিস' এ যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বিশ্বের প্রভাবশালী আটটি মুসলিম দেশ। বুধবার (২১ জানুয়ারি) ৮টি দেশের পররাষ্ট্রমন্ত্রীগণ এক যৌথ বিবৃতির মাধ্যমে এই ঘোষণা দেন।

ইসরায়েলি সংবাদ সংস্থা 'টাইমস অব ইসরায়েল' তাদের একটি প্রতিবেদনে জানায় প্রভাবশালী এই ৮টি মুসলিম দেশ- সৌদি আরব, তুরস্ক, মিসর, জর্ডান, ইন্দোনেশিয়া, পাকিস্তান, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত ট্রাম্প প্রস্তাবিত শান্তি পরিষদে নিজেদের প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত জানিয়েছে।

দেশগুলো তাদের যৌথ বিবৃতিতে জানিয়েছে যে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ ও রাষ্ট্র গঠনের অধিকারকে ভিত্তি করে একটি ন্যায়সংগত এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই তারা এই পরিষদে যুক্ত হয়েছে।

ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত এই 'বোর্ড অফ পিস' বা শান্তি পরিষদ ২০২৭ এর শেষ দিকে যুদ্ধবিধ্বস্ত গাজার ব্যবস্থাপনা তদারকি করবে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ম্যান্ডেটে কাজ করাই এই পরিষদের উদ্দেশ্য। একই সাথে দীর্ঘমেয়াদে এই পরিষদকে বৈশ্বিক সংঘাত নিরসনের স্থায়ী একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ার পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট।

এই বোর্ডের অন্যতম আলোচিত বিষয় এর সদস্য পদ ও পরিচালনা পদ্ধতি নির্ধারণ। ডোনাল্ড ট্রাম্প এই বোর্ডের 'আজীবন চেয়ারম্যান' হিসেবে দায়িত্ব পালন করবেন বলে ঘোষণা করেছেন। বোর্ডের স্থায়ী সদস্য হঅতে হলে প্রতিটি দেশকে ১ বিলিয়ন মার্কিন ডলার ফি প্রদান করতে হবে।

এই বোর্ডে মিসর, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত যোগ দেওয়ার বিষয়ে ইঙ্গিত দিলেও সৌদি আরবের নীরবতা নিয়ে জল্পনা ছিল। 
ট্রাম্প ব্যক্তিগতভাবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে বোর্ডে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বলে জানান তিনি।
অবশেষে সৌদি আরবসহ বাকি চারটি দেশ এতে যোগ দেওয়ার সম্মতি দেওয়ায় ট্রাম্পের এই উদ্যোগ বড় ধরনের কূটনৈতিক সাফল্য হিসেবে দেখছে বিশ্লেষকরা।

এদিকে বোর্ড গঠনের রাশিয়ার অংশগ্রহণের চাঞ্চল্যকর সংবাদ দিয়েছেন ট্রাম্প। তিনি জানান, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার আমন্ত্রণ গ্রহণ করেন এবং বোর্ড অব পিসে যোগ দিতে রাজি হয়েছেন।
ট্রাম্প বলেন, বিশ্বজুড়ে প্রভাবশালী- শক্তিশালী নেতাদের এই বোর্ডে প্রয়োজন ছিল বলেই তিনি পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন। 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সগৌরবে বলেন, জাতিসংঘ যেসব কাজ করতে ব্যর্থ হয়েছে, এই বোর্ড সেই শূন্যস্থান পূরণ করবে এবং বিশ্বের বড় বড় সংঘাত নিরসনে কার্যকর ভূমিকা রাখবে।

এই প্রসঙ্গে ট্রাম্প আরও জানান যে কিছু দেশে এখানে যোগ দেওয়ার জন্য সংসদীয় অনুমোদনের জটিলতা থাকতে পারে।


সম্পর্কিত নিউজ