শান্তি পর্ষদের আনুষ্ঠানিক যাত্রা শুরু, সনদে স্বাক্ষর করলেন ট্রাম্প

শান্তি পর্ষদের আনুষ্ঠানিক যাত্রা শুরু, সনদে স্বাক্ষর করলেন ট্রাম্প
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

সনদে স্বাক্ষরের মাধ্যমে যুদ্ধবিদ্ধস্ত গাজা পুনর্গঠন ও পলিচালনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’ বা শান্তি পর্ষদ এর আনুষ্ঠানিক যাত্রা আজ শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) এক ফাঁকে তথাকথিত এই শান্তি পর্ষদ সনদে স্বাক্ষর করেন ট্রাম্প।

সনদ সইয়ের অনুষ্ঠানে ২০টিরও কম দেশ উপস্থিত ছিলো। তবে ট্রাম্পের সঙ্গে একই টেবিলে উপস্থিত ছিলো দুই মুসলিম দেশ বাহরাইন ও মরক্কোর নেতারা। এসময় আরও ১৯ দেশের নেতারা এতে স্বাক্ষর করেন।

স্বাক্ষরের আগ মুহূর্তে ট্রাম্প বলেন, “আমরা যা করছি, তা খুবই গুরুত্বপূর্ণ। আমি সত্যিই এখানে এসে এটি করতে চেয়েছিলাম। এর চেয়ে ভালো জায়গা আর হতে পারে না।“
একগুচ্ছ নথিতে স্বাক্ষরের পর তা হাসিমুখে ক্যামেরার সামনে তুলে ধরেন তিনি। তার পরে বাকি বিশ্ব নেতারা জোরায় জোরায় এসে ট্রাম্পের এই শান্তি সনদে স্বাক্ষর করেন।

এসময় ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেন, “অভিনন্দন, প্রেসিডেন্ট ট্রাম্প। এই সনদ এখন পুরোপুরি কার্যকর হয়েছে। আর শান্তি পর্ষদ এখন একটি আনুষ্ঠানিক আন্তর্জাতিক সংস্থা।“

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত এই 'বোর্ড অফ পিস' বা শান্তি পর্ষদ ২০২৭ এর শেষ দিকে যুদ্ধবিধ্বস্ত গাজার ব্যবস্থাপনা তদারকি করবে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ম্যান্ডেটে কাজ করাই এই পরিষদের উদ্দেশ্য। একই সাথে দীর্ঘমেয়াদে একে বৈশ্বিক সংঘাত নিরসনের স্থায়ী একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ার পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট।

এতে যোগ দেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন দেশকে আহ্বান জানায় ট্রাম্প। বোর্ডের স্থায়ী সদস্য হতে হলে প্রতিটি দেশকে ১ বিলিয়ন মার্কিন ডলার ফি প্রদান করতে হবে।
ইতিমধ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), মিসর, তুরস্ক, বেলারুশ, ইসরায়েল, পাকিস্তানসহ প্রায় ৩৫টি দেশ বোর্ড অব পিসে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে।

তবে জাতিসংঘের পাঁচটি স্থায়ী সদস্যের মধ্যে কেউ শান্তি পর্ষদে যোগ দেওয়ার কথা জানাননি। ফ্রান্স সরাসরি জানিয়েছে তারা এতে যোগ দেবে না। গতকাল বুধবার রাশিয়া জানায় তারা প্রস্তাবটি খতিয়ে দেখছে। আজ বৃহস্পতিবার যুক্তরাজ্য জানিয়েছে, এই মুহূর্তে তারা এতে যোগ দেবে না। এই বেপারে চীন কোনো মন্তব্য করেনি এখনো।

বোর্ড অব পিস সনদ স্বাক্ষর অনুষ্ঠানে পর্ষদের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বেশ কয়েক দেশের প্রতিনিধিদের মঞ্চে আমন্ত্রণ জানানো হয়। তন্মধ্যে ছিলেন, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান, আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, প্যারাগুয়ের প্রেসিডেন্ট শান্তিয়াগো পেনা, কসোভোর প্রেসিডেন্ট জোসা ওসমানি, বুলগেরিয়ার সাবেক প্রধানমন্ত্রী রোশেন জেলিয়াজোভ, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিয়ান,ও আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ।


সম্পর্কিত নিউজ