ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধ্বসঃ নিহত ৭, নিখোঁজ ৮২

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধ্বসঃ নিহত ৭, নিখোঁজ ৮২
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ভারী বৃষ্টিপাতের পর ইন্দোনেশিয়ার জাভা প্রদেশের পশ্চিম বানদুংয়ে ভয়াবহ ভূমিধ্বসে অত্যন্ত ৭জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ৮২ জন। আজ শনিবার (২৪ জানুয়ারি) ইন্দোনেশিয়ার বিপর্যয় প্রশমন সংস্থা এক বিবৃতিতে এই তথ্য জানায়।

সরকারি এই সংস্থার মুখপাত্র আব্দুল মুহারি বলেন, “নিখোঁজ মানুষের সংখ্যা অনেক বেশি। আজ আমরা উদ্ধার অভিযান জোরদার করব।“

উল্লেখ্য শুক্রবারে আবহাওয়া অধিদপ্তর জাভা প্রদেশে ব্যাপক ও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জানায়।
এর আগে গতবছর ভূমিধ্বসে ইন্দোনেশিয়া মৃত্যুপুরিতে পরিণত হয়েছিলো। এই ঘটনায় নারী-শিশু মিলিয়ে প্রায় ১ হাজার ২০০ জনের মৃত্যু হয়।
এই রেশ কাটতে না কাটতেই আবারও ভয়াবহ ভূমিধ্বসের মুখোমুখি হলো দেশটি।


সম্পর্কিত নিউজ