{{ news.section.title }}
ইউক্রেনে ফের রাশিয়ার হামলাঃ নিহত ২
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
ইউক্রেনের পূর্ব দোনেটস্ক অঞ্চলের স্লোভিয়ানস্কে হামলা করেছে রাশিয়া। এই হামলায় এক দম্পতি নিহত হয়। এছাড়া ২৩ জনের মতো আহত হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) ইউক্রেনের কর্মকর্তারা এই খবর জানিয়েছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করে সংবাদ সংস্থা এএফপি।
স্থানীয় প্রসিকিউটররা জানায়, রাশিয়ার দাবী করা দখলকৃত অঞ্চল ক্রেমলিনে হামলায় ২০ বছরের এক যুবক অলৌকিকভাবে বেঁচে গিয়েছে।
হামলা বিষয়ে ইউক্রেন গভর্নর ওলেগ কিপার জানিয়েছেন, “ইতোমধ্যে দক্ষিণাঞ্চলীয় ওডেসা শহরে একটি রাশিয়ান ড্রোন হামলায় প্রায় দুই ডজন মানুষ আহত হয়েছে।“
তিনি বলেন, “রাশিয়া এই অঞ্চলে ৫০টিরও বেশি ড্রোন হামলা চালিয়েছে। যার ফলে কয়েক ডজন আবাসিক ভবন, একটি গির্জা এবং স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে।“
সোশ্যাল মিডিয়ায় গভর্নর জানান, ‘রশিয়ার হামলায় ২৩ জন আহত হয়েছে। নয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যার মধ্যে দুটি শিশু এবং একজন গর্ভবতী নারী রয়েছে।‘
তিনি আরও উল্লেখ করেন, ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধারকর্মীরা ১৪ জনকে উদ্ধার করেছেন তবে তাদের আশংকা ওখানে আরও অনেক আটকা রয়েছে।
প্রসঙ্গগত, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনের উপর পূর্ণমাত্রায় হামলা শুরু করে।
দীর্ঘদিন চলমান এই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কোনো অবসান সম্ভাবনা দেখা যাচ্ছেনা।