{{ news.section.title }}
বঙ্গোপসাগরে যৌথ মহড়ার প্রস্তুতি ভারত-রাশিয়াসহ ৫০ দেশের
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
ভারত মহাসাগরের বঙ্গোপসাগরে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুজাতিক নৌ-মহড়া 'মিলান ২০২৬'। এই মহড়ায় অংশ নিতে রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের রণতরি 'মার্শাল শাপোশনিকভ' ভারত অভিমুখে রওনা হয়েছে বলে রুশ সংবাদ সংস্থা তাস নিশ্চিত করেছ।
রাশিয়ান মেরিটাইম বোর্ডের দেওয়া তথ্যমতে, ওমানের মাস্কাট বন্দর ত্যাগের পর রুশ ফ্রিগেটটি বঙ্গোপসাগরের উত্তরাঞ্চলে ভারত-রুশ যৌথ নৌ-মহড়ায় অংশ নেবে। মহড়ার অংশ হিসেবে আগামী ১৮ থেকে ২৫ ফেব্রুয়ারি ভারতের বিশাখাপত্তনম বন্দরে একটি অনানুষ্ঠানিক সফর করবে রণতরি মার্শাল শাপোশনিকভ। ভারত মহাসাগরের বঙ্গোপসাগরে এই নৌ-মহড়া দিয়ে ভারত যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ কে কিসের বার্তা দিতে চাই।
রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের উপর ট্রাম্প বিরক্ত এই সময়ে রাশিয়ার সাথে যৌথ মহড়া দিয়ে কি মোদি যুক্তরাষ্ট্রের সাথে শত্রুতা করতে চাই? বর্তমান সময়ে বাংলাদেশের সাথে ভারতের সমপর্ক ভালো যাচ্ছে না। বাংলাদেশের গাঁ ঘেষে ভারতের এই মহড়া ভালো ভাবে নিবে না আমাদের সরকার
উল্লেখ্য, ২০২৫ সালের অক্টোবরে ভারতীয় নৌবাহিনীর ভাইস চিফ ভাইস অ্যাডমিরাল সঞ্জয় বাৎসায়ান ঘোষণা করেছিলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ভারত একটি বিশাল আন্তর্জাতিক ফ্লিট রিভিউ এবং মিলান মহড়ার আয়োজন করবে।
এই মহড়ায় রাশিয়া এবং যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ৫০টিরও বেশি দেশ অংশগ্রহণ করার কথা রয়েছে। বিশাখাপত্তনমে আগামী ১৮ ফেব্রুয়ারি এই আন্তর্জাতিক নৌ-প্রদর্শনী এবং দ্বিবার্ষিক এই নৌ-মহড়া
অনষ্ঠিত হবে। ভারত মহাসাগরে নতুন করে উত্তজনার সৃষ্টি হবে বলে বিশ্লষকরা ধারনা করছে।