থাইল্যান্ড-কম্বোডিয়ার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর

থাইল্যান্ড-কম্বোডিয়ার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

অভিন্ন সীমান্তে দীর্ঘদিন ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধের অবসানে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করেছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। এই সংঘর্ষে উভয় দেশের ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং ৫ লাখেরও বেশি বেসামরিক নাগরিক বাস্তুচ্যুত হয়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছেন।

আজ শনিবার (২৭ ডিসেম্বর) উভয় দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় যুদ্ধ বিরতি চুক্তির কথা ঘোষণা করেছে। 
শনিবার স্থানীয় সময় দুপুর ১২টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে।

থাইল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রী নাত্থাফন নারখফানিত এবং কম্বোডিয়ার প্রতিরক্ষামন্ত্রী তিয়া সিইহা এই চুক্তি স্বাক্ষর করেন। তারা তাদের যৌথ বিবৃতিতে জানান, শান্তি ফিরিয়ে আনতে উভয় দেশই সীমান্তে সেনাদের অবস্থান অপরিবর্তিত রাখবে।
এছাড়া যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, সীমান্ত এলাকায় কোনো দেশই নতুনভাবে সেনা মোতায়েন করতে পারবেনা। সেই সাথে সব ধরনের অস্ত্র ব্যবহার বন্ধ থাকবে, বেসামরিক নাগরিক, অবকাঠামো ও সামরিক লক্ষ্যবস্তুর ওপর সকল প্রকার হামলা নিষিদ্ধ থাকবে।

দীর্ঘদিন ধরে চলমান এই সংঘাতে উভয় দেশ মারাত্মক অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছে। বিশেষ করে কম্বোডিয়ার পর্যটন ও সীমান্ত বাণিজ্য স্থবির হয়ে পড়ে। ফলে জনজীবনে নেমে আসে চরম দুর্ভোগ।
কয়েকটি ব্যর্থ আলোচনার পর দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠকের পর এই সমোঝতা স্বাক্ষর সম্ভব হয়েছে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন অনুযায়ী, বিশ্লেষকরা মনে করেন, উভয় দেশের পরবর্তী কূটনৈতিক পদক্ষেপ এবং সীমান্তে স্থায়ী সমাধানের ওপর নির্ভর করবে এই যুদ্ধবিরতি কতোটা স্থায়ী হবে।

বর্তমানে উভয় দেশের সামরিক কমান্ড নিজ সামরিক বাহিনীকে শান্ত থাকার ও চুক্তি মেনে চলার নির্দেশ প্রদান করেছে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ