পুতিনের বাসভবনে ইউক্রেনের হামলার দাবী, অস্বীকার জেলেনস্কির; অসন্তোষ ট্রাম্পের

পুতিনের বাসভবনে ইউক্রেনের হামলার দাবী, অস্বীকার জেলেনস্কির; অসন্তোষ ট্রাম্পের
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

রাশিয়ার উত্তরাঞ্চলে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যক্তিগত একটি বাস ভবনে ইউক্রেনীয় সেনাবাহিনী ড্রোন হামলা চালিয়েছে বলে দাবী করছে রাশিয়া। তবে তা সম্পূর্ণ অস্বীকার করেছে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই হামলার ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (২৯ ডিসেম্বর) ফ্লোরিডায় অবকাশযাপন কেন্দ্রে একটি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ট্রাম্প জানান পুতিন নিজে টেলিফোনে তাকে এই হামলার খবর জানিয়েছে।
তিনি সাংবাদিকদের বলেন, ‘আপনারা কি জানেন এই হামলার খবর আমাকে কে দিয়েছেন? খোদ প্রেসিডেন্ট পুতিন। আজ সকালে কথা বলার সময় তিনি জানিয়েছেন যে তার ওপর হামলা হয়েছে।‘
সোমবার ট্রাম্প ও জেলেনস্কি উচ্চপর্যায়ের বৈঠকে বসার ঠিক আগেই ভ্লাদিমির পুতিন ট্রাম্পকে এই হামলার বিষয়ে অবগত করেন।

এই বেপারে অসন্তোষ প্রকাশ করে ট্রাম্প সাংবাদিকদের বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের শান্তি আলোচনার মধ্যে এ ধরণের হামলা চালানোর জন্য এটি মোটেও ‘সঠিক সময় নয়’। তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, পুতিনের বাসভবনে এমন সরাসরি আক্রমণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

ট্রাম্প আরও বলেন, কোনো পক্ষ আক্রমণাত্মক হলে তার পাল্টা জবাব দেওয়া এক বিষয়, কিন্তু কারো ব্যক্তিগত বাসভবনে হামলা চালানো সম্পূর্ণ ভিন্ন কথা।
তিনি ইউক্রেনকে সতর্ক করে বলেন, বর্তমান পরিস্থিতিতে এ ধরণের উসকানিমূলক কর্মকাণ্ডের কোনোটিই শান্তি প্রক্রিয়ার জন্য সহায়ক নয়।

রুশ প্রেসিডেন্টের বাসভবনে হামলার বিষয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ সোমবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানান, রবিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে উত্তর রাশিয়ার নভগোরোদ অঞ্চলে অবস্থিত প্রেসিডেন্টের বাসভবনে হামলা চালাতে ৯১টি দূরপাল্লার ড্রোন পাঠায় ইউক্রেন। তবে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সবকটি ড্রোন ধ্বংস করেছে এবং এতে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতি হয়নি।


লাভরভ এই ড্রোন হামলাকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ আখ্যা দিয়ে হুঁশিয়ারি দেন যে, “এ ধরনের বেপরোয়া কর্মকাণ্ডের জবাব দেওয়া হবে। রুশ সশস্ত্র বাহিনী ইতোমধ্যে পাল্টা হামলার লক্ষ্যবস্তু নির্ধারণ করেছে।“

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই অভিযোগ অস্বীকার করে একে ‘মিথ্যা’ বলে অবিহিত করেছেন।
তিনি বলেন, মস্কো আসলে কিয়েভের সরকারি ভবনগুলোতে হামলা চালানোর পট প্রস্তুত করতে এই মিথ্যা অভিযোগ সামনে আনছে।
চলমান শান্তি আলোচনাকে বাধাগ্রস্ত করতেই রাশিয়া এই চাল চেলেছে বলে মন্তব্য করেন জেলেনস্কি।

উল্লেখ্য, হামলার সময় প্রেসিডেন্ট পুতিন ‘দলগিয়ে বোরোদি’ নামের এই বাসভবনে ছিলেন কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ