থার্টিফার্স্ট নাইটে সুইজারল্যান্ডে মদের দোকানে বিস্ফোরণঃ অন্তত ৪০ জন নিহত
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
থার্টিফাস্ট নাইটে সুইজারল্যান্ডের স্কি রিসোর্ট ক্র্যান-মন্টানা তে অত্যন্ত জনবহুল একটি বারে (মদের দোকানে) হঠাৎ বিস্ফোরণের ঘটনায় অন্তত ৪০ জন নিহত হয়ে বলে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণের ফলে অগ্নিকাণ্ডে প্রায় ১০০ জন আহত হয়েছে বলে জানা যায়।
আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সুইস পুলিশ জানায়, দক্ষিণ-পশ্চিম সুইজারল্যান্ডের ভালাইস ক্যান্টন রাজ্যে ‘লে কন্সটেলেশন’ নামক বারে ইংরেজি নতুন বছর বরণের উৎসব চলাকালীন স্থানীয় সময় রাত দেড়টায় হঠাৎ বিস্ফোরণে অগ্নিকাণ্ড ঘটে।
এতে অনেক মানুষ আহত ও নিহত হয়। নিহতদের পরিচয় সনাক্তের কাজ চলছে এবং দগ্ধ মানুষদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে ভালাইস ক্যান্টন রাজ্যের নিরাপত্তাপ্রধান স্টিফেন গাঞ্জার জানান, আহতদের মধ্যে বেশ কজন বিদেশি নাগরিক রয়েছেন।
হতাহতে উদ্ধারকাজে ১০টি হেলিকপ্টার ও ৪০টি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে।
সুইজারল্যান্ডের সংবাদমাধ্যম ডেইলি ব্লিক কে তথ্য দিয়ে এক চিকিৎসক জানান নিহতের সংখ্যা কয়েক ডজন হতে পারে। আরেক সংবাদমাধ্যম ডেইলি লে নোভেলিস ৪০ জন নিহতের কথা জানায়।
ক্যান্টন সরকারের প্রধান ম্যাথিয়াস রেনার্ড বলেন, আহত ব্যক্তিদের বেশির ভাগের অবস্থা আশঙ্কাজনক। ভালাইস হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ) রোগীতে পূর্ণ হয়ে যাওয়ায় অন্যদের ভিন্ন জায়গায় সরিয়ে নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, এ দূর্ঘটনার পরপরই ক্রানস মোন্টানায় নো ফ্লাই জোন ঘোষণা করা হয়েছে।
কীভাবে এই বিস্ফোরণ ঘটল এবং আগুন লাগল তা এখনো জানা যায়নি।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।