সারা ও হুসাইনের ভালোবাসা আটকে আছে ভারত পাকিস্তান কাটাতারে
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
সারাবজিত কউর ও হুসাইন নামটি বর্তমানে ভারত পাকিস্তান খবরের শিরোনামে বারবার উঠে আসছে। সারা ও হুসাইনের ভালবাসার কাহিনী শুনলে আপনার অজান্তেই চোখ দিয়ে জল চলে আসবে তবুও ভারতীরা কেন সারা কে বিশ্বাসঘাতক বলে আখ্যা দিচ্ছে ।
সারাবজিত শিখ ধর্মের হয়ে ও পাকিস্তানের যুবক নাসির হুসাইন কে ভালোবেসে ইসলাম ধর্ম গ্রহন করে। সারা ও হুসাইনের প্রেমের শুরু টা হয় ২০১৬ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে। ধর্ম ও দেশের মধ্যে বিরাট ফারাক সত্বেও ছেড়ে যাবে না বলে প্রতিজ্ঞা করে একে অপর কে । ভালবাসার মানুষ কে কাছে সবাই তো চাই কিন্তু সারা হুসাইনের পথে বাঁধা হয়ে দাঁড়ায় চির বৈরিতার দেশ ভারত ও পাকিস্তানের কাটাতারের বর্ড়ার ।
কোন উপায় না পেয়ে সারা প্রিয়ো মানুষ টি কে এক নজর দেখার জন্য এক দূর্সাহসিক সিদ্ধান্ত বেচে নেয়। নম্বরের ৪তারিখে শিখদের ধর্মীয় তীর্থযাত্রী দলের সঙ্গে পাকিস্তানে গুরদ্বারা দর্শনে চলে যায়। পাকিস্তানের গুরদ্বারা হলো শিখদের ধর্মীয় উপাসনালয় যেখানে প্রতি বছর বিশ্বের নানা প্রান্ত থেকে শিখ ধর্মেরঅবশেষে মানুষ ভীড় জমায়। ১৩ তারিখ দলের সবাই ভারতে ফিরে আসলেও সারা ভালোবাসার মানুষ হুসাইন কে বিয়ে করে এবং ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম রাখেন নূরে ফাতিমা সেই সাথে পাকিস্তানে থেকে যাওয়া ইচ্ছে পোষন করে। এই ঘটনা ভারতে প্রকাশ হলে তুমুল নিন্দার ঝড় শুরু হয়। কেউ কেউ সারা কে বিশ্বাসঘাতক, পাকিস্তানের দালাল বলে অপ্রচার চালাই। সারা হুসাইনের ভালোবাসা কে উপেক্ষা করে পাকিস্তান ভারত মেতে উঠে রাজনৈতিক,কুটনৈতিক আলোচনায় । তবে আশার আলো হলো পাকিস্তান, ভারতের সাধারণ জনগণ দুজন কে সাথে দেখতে চাই। ভারত পাকিস্তানের শত্রুতা ভালোবাসায় মিটিয়ে দিতে চাই। কেউ কেউ তাদের পক্ষ নিয়ে প্রচার চালাচ্ছে ভালোবাসার জয় হোক এই বলে।
অবশেষে সারা ও হুসাইনের ভালোবাসা হেরে যায়। সোমবার (৫ জানুয়ারি) ব্যাপক আলোচিত ভারতীয় পাকিস্তানে নারী সারাবজিত কউরকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে পাকিস্তান কর্তৃপক্ষ। সারার ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তাকে ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে পাঠানো হয়।
সারা কে হারিয়ে হুসাইনের মনে কালো মেঘ জমে যেনো কাশ্মীরে বৃষ্টি হয়ে ঝরছে । সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় বয়ছে পাকিস্তান ভারত সরকারের এমন সিদ্ধান্তে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।