ইরানে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে নি’হতের সংখ্যা ও সর্বশেষ পরিস্থিতি

ইরানে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে  নি’হতের সংখ্যা ও সর্বশেষ পরিস্থিতি
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

প্রতিবেদনে বলা হয়,আরোও বলা হয় গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে তেহরানে বিক্ষোভ চরম আকার ধারণ করলে একপর্যায়ে পরিস্থিতি সহিংস হয়ে উঠে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী ব্যাপক গুলি চালায়। এতে প্রাণ হারায় বহু মানুষ।টাইম ম্যাগাজিন জানায়,তেহরানের একজন চিকিৎসক পরিচয় গোপন রাখার শর্তে জানিয়েছেন, রাজধানীর অন্তত ছয়টি হাসপাতালে মোট ২০৬ জন বিক্ষোভকারীর মৃত্যুর তথ্য পাওয়া গেছে ।

নিহতদের অধিকাংশই গুলিবিদ্ধ ছিলেন বলে দাবি করা হয়।সাময়িকীর তথ্য মতে, এই মৃত্যুর তথ্য সত্য হলে এটি প্রমাণ করে যে সরকার বিক্ষোভ দমনে কঠোর ও সহিংস পদক্ষেপ নিয়েছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সতর্কবার্তাও কার্যত উপেক্ষিত হয়েছে বলে মনে করা হচ্ছে। ট্রাম্প এর আগে হুঁশিয়ারি দিয়েছিলেন, বিক্ষোভকারীদের হত্যা ও দমন পীড়নের জন্য ইরান সরকারকে চড়া মূল্য দিতে হবে।

এই অবস্থায় আমেরিকা ইরানে হস্তক্ষেপ করবে কি না ভাবনার বিষয় । গত ২৮ ডিসেম্বর ইরানে সরকারবিরোধী আন্দোলন শুরু হয়েছিল যা বর্তমানে দেশের অন্তত ৩১টি শহরে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার রাতের রক্তক্ষয়ী ঘটনার পরও শুক্রবার রাতে তেহরানসহ বিভিন্ন এলাকায় হাজারো মানুষ ফের রাস্তায় নামে।

টাইম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে ওই চিকিৎসক আরও জানান, শুক্রবার হাসপাতাল গুলো থেকে নিহতদের মরদেহ দ্রুত সরিয়ে নেওয়া হয়। তিনি অভিযোগ করেন, উত্তর তেহরানের একটি পুলিশ স্টেশনের সামনে বিক্ষোভকারীদের লক্ষ্য করে মেশিনগান থেকে ব্রাশফায়ার করা হয়। এতে সেখানে অন্তত ৩০ জন গুলিবিদ্ধ হন। নিহতদের বেশিরভাগই তরুণ বলে তিনি উল্লেখ করেন। তেহরানবাসী খুব শিগরিই এ সমস্যা থেকে মুক্তি পেতে চাই নতুবা দিনদিন হতাহতের সংখ্যা বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে । 

 

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ