ইরানে আসলে হচ্ছেটা কি ?
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
এক সময়ের শক্তিশালী পারস্যের সাম্রাজ্যের বিবর্তনের ফলে আজকের ইরানের জন্ম হয়। ইরানে প্রায় ১২০০ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ আছে যা বিশ্বে দ্বিতীয় স্থান দখল করে আছে। যে দেশ টি সম্পদে পরিপূর্ন ছিলো আজ কেন এই দেশের মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিসপএ কিনতে হিমশিম খাচ্ছে ।
যে দেশের মানুষ এক সময় ছুটি কাটাতে ইউরোপ, আমেরিকা যেত আজ ইরানের জন্য আমেরিকার দরজা বন্ধ । রিয়ালের মান তলানিতে গিয়ে ঠেকেছে ।আপনি জানলে অবাক হবেন যে বর্তমান বাজার মূল্যে ১ দলার সমান ইরানের ৪২০০০ রিয়াল। ইরানের এই বিপর্যয়ের পিছনে রয়েছে ইরান- আমেরিকার রাজনৈতিক ধন্দ । ১৯৭৯ সালে রেজা শাহ পাহলভী কে ইসলামি বিপ্লবের মাধ্যমে হঠিয়ে ইরানে ক্ষমতায় আসেন আয়াতুল্লাহ খোমেনি। রেজা পাহলভী ছিলো আমেরিকার পুতুল সরকার । ইরানের তেল সম্পদ জাতীয়করণ না করে আমেরিকার কোম্পানি গুলোর হাতে তুলে দেই । এতে করে ইরান আমেরিকার সম্পর্ক ভালো থাকলেও ইরানের মানুষের মধ্যে তৈরি হয় ক্ষোভ । ইসলামি দর্শন ও আদর্শের ভিত্তিতে ইমাম খামেনির ডাকে দিয়েপাহলভীকে ক্ষমতাচ্যুত করা হয় ।
তার পর থেকেই ইরানে ইসলামি শাসন ব্যবস্থা চালু হয়ে আসছে। দেশের ভিতরে ইসলামি কঠোর নিয়ম-কানুন ও দেশের বাহিরে আমেরিকার অর্থনৈতিক সামরিক রাজনৈতিক অবরোধে ইরান কে পঙ্গু করে ফেলেছে। এতদিন ঠিকে থাকলে ও এবার যেন দেওয়ালে পিঠ ঠেকে গেছে খামেনি সরকারের। বেশ কয়েকক বছর ধরেই নারীদের হিজাব ইস্যুতে উত্তাল ইরানের রাজনৈতিক অবস্থা। ২০২২ সালের ১৬ সেপ্টেম্বর তেরানে হিজাব আন্দোলনে পুলিশের হেফাজতে থাকা অবস্থায় ২২ বছর বয়সী মাহসা আমিনি মারা যায়। আমিনির মৃত্যুতে সারা দেশে আলোড়ন সৃষ্টি হলেও সেবারের মতো ইরান বেশ ক্ষয়ক্ষতি ছাড়াই গণআন্দোলন থেকে রক্ষা পায়। কিন্তু এবারের পেক্ষাপট ভিন্ন। বিশেষ করে অর্থনেতিক সংকট তেহরান আন্দোলনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবরোধের জন্য ইরান তেল, গ্যাস রপ্তানিসহ বিশ্বে বানিজ্যে প্রবেশব করতে পারছে না।
একঘরে হয়ে পড়েছে। চরম মুদ্রা স্ফীতিতে ইরানের জনগণ রাস্তায় নেমে আসছে । দুদিন আগে ও ইরানের ২৭ টি প্রদেশে আন্দোলন ছড়িয়ে পড়লেও সর্বশেষ তথ্যমতে ৩১ টি প্রদেশে আন্দোলন বিস্তার লাভ করে। গতকাল রাত বিক্ষোভকারী ইরানের জাতীয় টেলিভিশন অফিসে হামলা চালায়। সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে নিহতের সংখ্যা। এই অবস্থায় খোমেনি সরকার দিক বেদিক হয়ে পড়েছে। টাইম ম্যাগাজিন বরাত দিয়ে বলা হয়েছে, ৮ জানুয়ারী তেহরানে রাতের বেলা পুলিশের গুলিতে ২০০ জনের মতো বিক্ষোভকারী মারা যায় । নিজের দেশের রক্তক্ষয়ী বিক্ষোভ সামলাতে ইরান কোনঠাসা হয়ে পড়েছে সেই সাথে বাড়ছে আন্তর্জাতিক চাপ। সময় ই বলে দিবে ইরানের ভাগ্যে কি আছে ।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।