পাকিস্তান -সৌদি সামরিক জোটে তুরস্কের যোগদান, ভারতের কপালে চিন্তার ছাপ

পাকিস্তান -সৌদি সামরিক জোটে তুরস্কের যোগদান, ভারতের কপালে চিন্তার ছাপ
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

মুসলিম বিশ্বের একমাএ পারমানবিক ক্ষমতাধর রাষ্ট্র পাকিস্তানের সাথে সামরিক জোট গঠন করছে সৌদি ও ন্যাটো ভুক্ত দেশ তুরস্ক এ নিয়ে আন্তর্জাতিক পরিমন্ডলে চলছে জল্পনা-কল্পনা । ২০২৫ সালের ১৭ সেপ্টেম্বর স্ট্র্যাটেজিক মিউচ্যুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট (এসডিএমএ) চুক্তিতে স্বাক্ষর করে সৌদি আরব ও পাকিস্তান

সৌদি আরব-পাকিস্তানের নিরাপত্তা সামরিক জোটে তৃতীয় দেশ হিসেবে অন্তর্ভুক্ত হতে চলেছে তুরস্ক। এ তথ্য জানিয়েছে পাকিস্তানের জিও নিউজ। হঠাৎ ঠিক কি কারণে মুসলিম বিশ্বের একমাএ পারমানবিক ক্ষমতাধর রাষ্ট্র পাকিস্তানের সাথে সামরিক জোট গঠন করছে সৌদি ও ন্যাটো ভুক্ত দেশ তুরস্ক এ নিয়ে আন্তর্জাতিক পরিমন্ডলে চলছে জল্পনা-কল্পনা । ২০২৫ সালের ১৭ সেপ্টেম্বর স্ট্র্যাটেজিক মিউচ্যুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট (এসডিএমএ) চুক্তিতে স্বাক্ষর করে সৌদি আরব ও পাকিস্তান। দুই দেশের মধ্যে হওয়া চুক্তির বিষয়ে আনুষ্ঠানিক ভাবে বিস্তারিত জানানো হয়নি।  এমন কি চুক্তির বক্তব্য ও শর্তাবলী  কোনো দেশই প্রকাশ করেনি, তবে দুই দেশের কর্মকর্তারা জানিয়েছে, চুক্তিতে স্বাক্ষরকারী কোনো দেশের ওপর যদি বহিঃশক্তির আক্রমণ ঘটে, তাহলে অপর দেশ সর্বাত্মকভাবে আক্রান্ত দেশের পাশে থাকার প্রতিজ্ঞা করেছে অর্থাৎ যুদ্ধ আক্রান্ত এক দেশ চাইলে অন্য দেশের অস্ত্র ব্যবহার করতে পারবে।

 আরো  সহজ করে বললে সৌদি সৌদি ও তুরস্ক পাকিস্তানের পারমানবিক অস্ত্র নিজেদের দেশের জন্য ব্যবহার করতে পারবে। এতে করে তিন দেশই লাভবান হলো । পাকিস্তানের চীর শত্রু ভারতে শিক্ষা দিতে তুরস্ক  সৌদি আরব কে পাশে পেলো, অনেকে ধারনা দুই দেশের সহায়তায় পাকিস্তান অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠবে। চুক্তিত স্বাক্ষরের দুই দিন পর ১৯ সেপ্টেম্বর এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমাদের এই চুক্তিটি ন্যাটোর আদলে তৈরি করা হয়েছে; অর্থাৎ এটি প্রতিরক্ষামূলক, কিন্তু আক্রমণাত্মক নয়। কোনো দেশে হামলা বা আগ্রাসন চালানোর কোনো সুযোগ এখানে রাখনি আমরা।

তবে যদি সৌদি আরব কিংবা পাকিস্তানের ওপর হামলা হয়, তাহলে আমরা সম্মিলিতভাবে  প্রতিহত করবো। বিশ্লেষকদের ধারণা এই সামরিক হয়তো এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরী করবে। এবার আনুষ্টানিক ভাবে তুরস্ক যুক্ত হলে পাকিস্তান হয়তো তুরস্ক থেকে সামরিক কৌশল আদান-প্রদান করতে পারবে । অন্য দিকে তুরস্ক গ্লোবাল খেলোয়ারে পরিণত হচ্ছে । এশিয়ায় তরস্কের প্রবেশ ভারত ও যুক্তরাষ্ট্র ভালো ভাবে নিবে না। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর একমাত্র এশীয় দেশ তুরস্ক। তবে বিভিন্ন ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের মতানৈক্যের জেরে দুই দেশের মধ্যকার সম্পর্ক ভালো যাচ্ছে না । তাছাড়া  মধ্যপ্রাচ্য, এশিয়া ও আফ্রিকা অঞ্চলেও নিজেদের প্রভাব বিস্তারে আগ্রহী তুরস্ক। এক্ষেত্রে পাকিস্তান ও সৌদির সহায়তা আঙ্কারার জন্য বেশ সহায়ক হবে বলে মনে করেছেন কূটনীতি বিশ্লেষকরা।

 

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ