বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক উয়ন্ননে মোদির মাথায় হাত!
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
১৯৭১ সালের বাংলাদেশ পাকিস্তান যুদ্ধে পাকিস্তানের লজ্জাজনক পরাজয়ের পর স্বাধীনতার ৫০বছর পেরিয়ে গেলেও পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হয়ে উঠেনি । এবার যেন শীতল সম্পর্ক থেকে বেরিয়ে উষ্ণতার হাত বাড়িয়ে দিচ্ছে একে অপরের দিকে |
স্বাধীনতা যুদ্ধে ভারত বাংলাদেশের পক্ষে অবস্থান নিলেও সামপ্রতিক সময়ে বাংলাদেশের সাথে সমপর্ক তলানিতে গিয়ে ঠেকেছে । জুলাই আন্দোলনের পর স্বৈরাচার হাসিনা কে আশ্রয় দেই মোদি সরকার । শেখ হাসিনার বিচারের দাবীতে বাংলাদেশে আন্দোলনের চাপে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা হাসিনা কে দেশে পাঠাতে ভারত কে চাপ দিলে ভারত সরকার হাসিনা কে ফিরিয়ে দেইনি বরং বাংলাদেশে সংখ্যালগগু নির্যাতনের অভিযোগ তুলে আসছে ,এতে করে দুই দেশের সমর্পক নষ্ট হয়ে যায়।দুই দেশের সীমান্ত উত্তেজনা থেকে শুরু করে বাংলাদেশ হাই কমিশনে হামলার মতো ন্যাকারজনক ঘটনা ঘটায় বিজিপি সরকার । ভারত পাকিস্তান চীর বৈরিতার দেশ।
হরহামেশায় দুই দেশের মধ্যে সীমান্ত নিয়ে যুদ্ধ লেগেই থাকে।বিগত সময়ে স্বৈরাচার শেখ হাসিনার আমলে বাংলাদেশ ভারতের পক্ষে অবস্থান নিলেও এবার যেন তার উলটো টা ঘটছে । বাংলাদেশ ভারতের যে কোন অন্যায়ের প্রতিবাদ করছে এবং পাকিস্তানের সাথে অতীতের যে কোন সময়ের তুলনায় সম্পর্ক মজবুত করেছে । দীর্ঘ ১৪ বছর পর বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট চালু হচ্ছে ।পাকিস্তানের আকাশে বাংলাদেশের বিমান উড়বে এই সংবাদ শুনে নয়া দিল্লীর মাথা ব্যথা শুরু হয়ে গেছে ।
০৬ জানুয়ারী বাংলাদেশের বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ও পাকিস্তানের বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জাহাঙ্গীর আহমেদ বাবর সিধু পাকিস্তানের ইসলামালবাদে বৈঠক করেন ।বৈঠকের আলোচনার মূখ্য বিষয় ছিলো বাংলাদেশ পাকিস্তান থেকে JF-17 থান্ডার যুদ্ধ বিমান কিনতে চাই। তবে এখনো চুড়ান্ত কোন চুক্তি হয়নি তবে আশা করা যায় খুব শিগগিরই বাংলাদেশের বিমান ঘাটিতে শক্তিশালী যুদ্ধ বিমান যোগ হতে যাচ্ছে। বাংলাদেশ পাকিস্তানের মধ্যে দিনদিন বাণিজ্যিক সমর্পক স্বাভাবিক হচ্ছে। ভারত যদি তার আগ্রাসন নীতি বন্ধ না করে হয়ত খুব তাড়াতাড়িই বাংলাদেশ ভারত কে ত্যাগ করে পাকিস্তানের বন্ধু তালিকায় যোগ হবে। এশিয়ায় পাকিস্তানের বন্ধু তালিকা দিনদিন বৃদ্ধি পাচ্ছে এতে করে ভারতের চিন্তা বাড়ছে। ভারত পাকিস্তান সীমান্ত যুদ্ধে জড়িয়ে পড়লে পাকিস্তান রাজনৈতিক ও কুটনৈতিক ভাবে বাংলাদেশ কে পাশে পাবে যা ভারতের জন্য এক বিরাট পরাজয়।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।