যুক্তরাষ্ট্রকে নির্লজ্জ বলে তীব্রনিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া

যুক্তরাষ্ট্রকে নির্লজ্জ বলে তীব্রনিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

যুক্তরাষ্ট্রের কর্মকান্ডে জাতিসংঘের মর্যাদা নষ্ট হচ্ছে বলে মন্তব্য করে যুক্ত রাষ্ট্রের প্রতি তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া।

আজ সোমবার (১২ জানুয়ারি) উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের জাতিসংঘ মিশনের এক বিবৃতিতে এ মন্তব্য করা হয়।

উত্তর কোরিয়ার এই বিবৃতিতে বলা হয়েছে, জাতিসংঘে আলোচনার মূল বিষয় হওয়া উচিত যুক্তরাষ্ট্রের এসব কাজ নিয়ে, অন্যদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া ছাড়াও।
বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডকে উত্তর কোরিয়া জাতিসংঘকে অবজ্ঞা করা হিসেবে দেখছে।

উল্লেখ্য বিবৃতিতে কোনো নির্দিষ্ট ঘটনার উল্লেখ করা হয়নি। তবে এমন একটি প্রেক্ষাপটে এই বক্তব্য এসেছে যখন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আটক করার পর আন্তর্জাতিক সমালোচনার সম্মুখীন হয়েছে।
এই ঘটনায় বিশ্লেষকরা উত্তর কোরিয়ার উদ্বেগ ও বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করেছেন।

উল্লেখ্য, দীর্ঘদিন যাবত পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক চাপ ও জননিন্দার মুখে রয়েছে উত্তর কোরিয়া।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ