আবারও ট্রাম্পের শুল্ক খেলাঃ

ইরানের সাথে বানিজ্য করা দেশেগুলোর উপর ২৫% শুল্ক আরোপ

ইরানের সাথে বানিজ্য করা দেশেগুলোর উপর ২৫% শুল্ক আরোপ
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ইরানের সাথে বানিজ্য সম্পর্ক রয়েছে এমন দেশের পণ্যের উপর ২৫% কর আরোপ করেছে ট্রাম্প। তবে এই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখনো জানানো হয়নি।

গতকাল সোমবার (১২ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল এ এই ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

তিনি লেখেন,  "ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক থাকা যেকোনো দেশকে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সব ধরনের বাণিজ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক দিতে হবে। অবিলম্বে এটি কার্যকর। আর এই আদেশ চূড়ান্ত।"

তবে ইরানের সঙ্গে ‘বাণিজ্য করা’ বিষয়টি কীভাবে সংজ্ঞায়িত করা হবে সে বিষয়ে ব্যাখ্যা দেয়নি ট্রাম্প প্রশাসন।

এমন এক সময় ট্রাম্প এই ঘোষণা দিলো যখন তৃতীয় সপ্তাহের মতো ইরানে সরকার বিরোধী বিক্ষোভ চলছে।
এই ঘোষণা অত্যন্ত অর্থনৈতিক ধ্বসে থাকা ইরানের উপর সার্বিক চাপ বাড়াবে বলে মনে করা হচ্ছে।

এর আগে ট্রাম্প ইরানকে হুমকি দিয়েছিলো যে বিক্ষোভকারীদের হত্যার ঘটনা ঘটলে সামরিক হস্তক্ষেপ করা হবে।
এ বিষয়ে সোমবার হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, বিমান হামলাসহ সামরিক বিকল্পগুলোর পরিকল্পনা এখনো ‘টেবিলে রয়েছে’।

এদিকে, বিক্ষোভ দমন অভিযানে ইরানে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৬৪৮ জনে দাঁড়িয়েছে।
গতকাল সোমবার, নরওয়ে-ভিত্তিক মানবাধিকার সংস্থা ‘ইরান হিউম্যান রাইটস’ (আইএইচআরএনজিও) এ তথ্য জানায়।

উল্লেখ্য ইরানের সাথে প্রধান বাণিজ্যিক সম্পর্ক থাকা দেশগুলো হলো চীন, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও ইরাক।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ