ইরানে এক বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড, কার্যকর বুধবার

ইরানে এক বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড, কার্যকর বুধবার
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের জেরে আটক এক যুবকের মৃত্যুদণ্ড বুধবার (১৪ জানুয়ারি) কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির আদালত।ইরানে কর্মরত মানবাধিকার সংস্থা 'হেঙ্গাও' জানিয়েছে, আটক হওয়া ২৬ বছর বয়সী ওই যুবকের নাম হলো এফরান সুলতানি

ত বৃহস্পতিবার এফরানকে আটক করেছিল ইরানি নিরাপত্তা বাহিনী। হেঙ্গাও অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস আরো জানিয়েছে, এফরানের পরিবারকে ইতিমধ্যে জানানো হয়েছে যে বুধবার তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। তবে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, তার পরিবারকে এখনো জানানো হয়নি যে এফরানের বিরুদ্ধে কী সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে বা কবে তার বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তাই এরফানের পরিবার চিন্তিত এই বিষয়টি নিয়ে । 

এ বিষয়ে হেঙ্গাও এর প্রতিনিধি আউয়ার শেখি বিবিসিকে জানিয়েছেন, এত দ্রুততম সময়ের মধ্যে কোনো মামলার নিষ্পত্তি হতে আমরা আগে কখনো দেখিনি। মূলত সাধারণ মানুষকে দমন করতে এবং জনমনে আতঙ্ক ছড়িয়ে দিতে সরকার তাদের জানা সব ধরণের কৌশলই প্রয়োগ করছে এখানে।  এদিকে বিবিসির কূটনৈতিক প্রতিবেদক ক্যারোলিন হাওলি জানিয়েছেন, ইরানে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকার কারণে সেখানে ঘটে যাওয়া রক্তপাতের প্রকৃত চিত্র ও পরিসর জানতে আরও সময়ের প্রয়োজন এখনো নিশচিত ভাবে কিছু ই বলা যাচ্ছে না। তবে যারা কোনোভাবে দেশের বাইরে ফোন করতে সক্ষম হচ্ছেন, তারা স্বজনদের কাছে ভয়াবহ প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের বিবরণ দিচ্ছেন।

কাস্পিয়ান সাগরের তীরবর্তী শহর রাশত-এর এক বাসিন্দার বর্ণনায় উঠে এসেছে ইরানের ভয়াবহ চিত্র। তিনি জানান, শহরটিকে এখন আর চেনার উপায় নেই; চারদিকে কেবল আগুন আর পোড়া দাগের ক্ষত। বিক্ষোভদমনে নিরাপত্তা বাহিনী সরাসরি গুলি চালানোর পাশাপাশি দেশজুড়ে ব্যাপক ধরপাকড় ও গণগ্রেপ্তার চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে । বার্তা সংস্থা রয়টার্সকে ইরানের এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, সংঘাতে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ এ পর্যন্ত প্রায় ২ হাজার মানুষ নিহত হয়েছেন বলে ধারনা করা হচ্ছে ।  
তথ্যসূত্র: বিবিসি। 

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ