বিক্ষোভ চালিয়ে যান, সাহায্য পৌঁছানোর পথেঃ ট্রাম্প

বিক্ষোভ চালিয়ে যান, সাহায্য পৌঁছানোর পথেঃ ট্রাম্প
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভকারীদের আশ্বস্ত করে ট্রাম্প বলেন তাদের জন্য সাহায্য পৌঁছানোর পথে। তারা যেন আন্দোলন চালিয়ে যায়।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) নিজস্ব সোশ্যাল মিডিয়া 'ট্রুথ সোশ্যাল' এ এমন বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 
তিনি লেখেন, "ইরানের দেশপ্রেমিকরা, বিক্ষোভ চালিয়ে যান। আপনাদের প্রতিষ্ঠানগুলো দখলে নিন। হত্যাকারী ও নিপীড়কদের নাম সংরক্ষণ করুন। তাদেরকে চড়া মূল্য দিতে হবে।"

তিনি আরও লিখেছেন, "কাণ্ডজ্ঞানহীন এই হত্যাযজ্ঞ বন্ধ না হওয়া পর্যন্ত আমি ইরানের কর্মকর্তাদের সঙ্গে সবরকম বৈঠক বাতিল করেছি। সাহায্য পৌঁছানোর পথে রয়েছে।"

তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সাহায্যের বেপারে খোলাসা করে কিছু বলেননি।

এর আগে ইরানের শাসকদের সতর্ক করে ট্রাম্প বলেছিলেন, তারা বিক্ষোভকারীদের হত্যা করলে যুক্তরাষ্ট্র তাদেরকে উদ্ধার করতে এগিয়ে আসবে।

এদিকে ইরান কর্তৃপক্ষ মঙ্গলবারই প্রায় ২০০০ বিক্ষোভকারীর নিহতের খবর প্রকাশ করেন।

এই ঘটনায় বিশ্লেষকেরা আশংকা করছেন, পূর্বের ইঙ্গিত অনুযায়ী এই অবস্থায় ট্রাম্প কূটনৈতিকভাবে ইরানের সঙ্গে আলোচনায় আসবেনা।

প্রসঙ্গত, গত ২৮ ডিসেম্বর ইরানের রাজধানী তেহরানে অর্থনৈতিক সঙ্কটের জেরে কয়েকটি বাজারে ছোট ছোট বিক্ষোভ শুরু হয়। বাজারে অসম্ভবরকমের মূল্যবৃদ্ধি, তীব্র মুদ্রাস্ফীতি, রিয়ালের দরপতনে ক্ষুব্ধ তরুণ জনগোষ্ঠী ও সাধারণ মানুষ এসময় রাস্তায় নামতে থাকে। ক্রমেই দ্রুত এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
বর্তমানে দেশজুড়ে সরকার পতনের বিক্ষোভ কর্মসূচিতে রূপ নিয়েছে সেই আন্দোলন।

উল্লেখ্য, নির্বাসিত শাহ পরিবারের ছেলে রেজা পাহলভির সরকারের বিরুদ্ধে ডাক দেওয়ায় তেহরানের রাস্তা জনসমুদ্রে পরিণত হয়েছে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ