আন্তর্জাতিক
ইয়েমেনের নতুন প্রধানমন্ত্রী শায়া মোহসেন জিনদানি
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
ইয়েমেনের রাজনীতিতে বড়ো ধরণের পরিবর্তনের মাধ্যমে নতুন প্রধানমন্ত্রী হলে শায়া মোহসেন জিনদানি। এর আগে তিনি ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দেশটির সাবেক প্রধানমন্ত্রী সালেম বিন ব্রেইকের পদত্যাগের কয়েকঘন্টা পরে তাকে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়।
সালেম বিন ব্রেইক সৌদি আরব সমর্থিত প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল-পিএলসি’র নিকট তার পদত্যাগপত্র জমা করলে কাউন্সিল তা গ্রহণ করে এবং পরবর্তী প্রধানমন্ত্রী ঘোষণা করে।
উল্লেখ্য, ২০১৪ সালে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীগোষ্ঠী ইরানের রাজধানী সানা দখল করে। এ অবস্থায় তৎকালীন প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদী সৌদি আরবে আশ্রয় নেন।
এসময় হুথিদের প্রতিহত করা এবং মনসুর আল হাদীর সরকারকে পুনরায় ক্ষমতায় ফেরাতে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেনের সেনাবাহিনীকে নিয়ে একটি সামরিক জোট গঠন করা হয়। ২০১৫ থেকে এই জোট হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো শুরু করে।
এক দশকের বেশি সময় ধরে চলা এই সংঘাতে সৌদি সমর্থিত প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল বর্তমানে ইয়েমেনের দক্ষিণাঞ্চল নিয়ন্ত্রণ করছে তবে উত্তরাঞ্চল এখনো হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে।
দীর্ঘদিন যাবত দক্ষিণ ইয়েমেনে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজেশন কাউন্সিলের (এসটিসি) উত্থানে প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল চাপে পড়ে যায়। এসটিসিকে সহযোগিতা করাকে কেন্দ্র করে সৌদি আরব ও আমিরাতের সম্পর্কে টানাপড়েন শুরু হয়। এর জেরে রিয়াদ দক্ষিণ ইয়েমেন থেকে আমিরাতের সেনা প্রত্যাহারের আহ্বান জানালে আবুধাবি তা মেনে নেয়।
সম্প্রতি দক্ষিণ ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের সামরিক অভিযান শুরু হলে এসটিসির প্রধান এইদারুস আল জুবাইদি আমিরাতে আশ্রয় নেন। ফলে দক্ষিণ ইয়েমেনে বিচ্ছিন্নতাবাদী তৎপরতা স্তিমিত হয়ে পড়ে।
এই অবস্থায় দক্ষিণাঞ্চলের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল হওয়ার লক্ষ্যে শায়া মোহসেন জিনদানিকে নতুন মন্ত্রিসভা গঠনের দায়িত্ব প্রদান করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করা এবং অভ্যন্তরীণ রাজনৈতিক সংস্কারকে গতিশীল করার উদ্দেশ্যে জিনদানিকে নিয়োগ দেওয়া হয়েছে। তবে ইয়েমেন বর্তমানে ভয়াবহ মানবিক ও অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠা নতুন প্রধানমন্ত্রীর জন্য একটি বড় চ্যালেঞ্জ হবে।