আন্তর্জাতিক

গ্রিনল্যান্ড বিতর্কে ইউরোপের ৮ দেশে ট্রাম্পের শুল্ক আরোপ

গ্রিনল্যান্ড বিতর্কে ইউরোপের ৮ দেশে ট্রাম্পের শুল্ক আরোপ
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

গ্রিনল্যান্ড অধিগ্রহণে বিরোধিতাকারী ইউরোপের ৮ দেশের উপর নতুন করে ১০ শতাংশ শুল্ক আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই শুল্কারোপ সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন ইউরোপীয় নেতারা।

শনিবার (১৭ জানুয়ারি) নিজস্ব সোশ্যাল মিডিয়া 'ট্রুথ সোশ্যাল'র এক দীর্ঘ পোস্টে ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্যসহ ইউরোপীয় ৮ দেশের পণ্যে ১০ শতাংশ শুল্ক বসানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট।

এর প্রতিবাদে রাজপথে নামেন ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সাধারণ মানুষ।
এবার ইউরোপীয় কাউন্সিলকে সঙ্গে নিয়ে ওয়াশিংটনের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপের প্রস্ততি নিচ্ছে এই দেশগুলো।

পোস্টে ট্রাম্প ঘোষণা করেন, গ্রিনল্যান্ড দখলে নেওয়ার বিরোধিতা করায় আগামী পহেলা ফেব্রুয়ারি থেকে ইউরোপের ৮ দেশ যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ডের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়, জুনের মধ্যে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের দখলে না আসলে পহেলা জুন থেকে এই হার বাড়িয়ে ২৫ শতাংশ করা হবে।

একই পোস্টে তিনি আরো লিখেন, চীন ও রাশিয়ার লোলুপ দৃষ্টি থেকে গ্রিনল্যান্ডকে বাঁচাতে ডেনমার্ক অক্ষম।

বিশ্লেষকরা বলছেন হুমকির মুখে গ্রিনল্যান্ডে সেনা পাঠানোয় ইউরোপের জন্য শুল্ক অস্ত্র নিয়ে হাজির হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। 

ডোনাল্ড ট্রাম্প আরো বলেছেন, জাতীয় নিরাপত্তা ছাড়াও স্বপ্নের প্রোজেক্ট দ্য গোল্ডেন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পূর্ণাঙ্গ কার্যকারিতার জন্য গ্রিনল্যান্ড দখলে নেওয়া অপরিহার্য।


সম্পর্কিত নিউজ