গাজায় তুরস্ক ও কাতার সেনাদের কোনো স্থান হবেনাঃ নেতানিয়াহু

গাজায় তুরস্ক ও কাতার সেনাদের কোনো স্থান হবেনাঃ নেতানিয়াহু
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

শান্তি প্রতিষ্ঠার নামে গাজায় গঠিত হতে যাওয়া যুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক স্থিতিশীলিকরণ বাহিনীতে কাতার ও তুরস্কের সেনাদের কোনো ভূমিকা থাকবেনা বলে ঘোষণা দিয়েছে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু।

সোমবার (১৯ জানুয়ারি) ইসরায়েলের সংসদ নেসেটে বক্তব্যকালীন তিনি বলেন, ইসরায়েল গাজা যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপে প্রবেশ করেছে। এখন মূল লক্ষ্য হলো হামাসকে নিরস্ত্র করা এবং গাজা উপত্যকাকে সামরিকভাবে নিরস্ত্র অঞ্চল হিসেবে গড়ে তোলা।

এসময় তিনি বলেন, “গাজায় তুরস্ক অথবা কাতারের কোনো সেনার স্থান হবে না।”

তিনি জানান আন্তর্জাতিক এই বাহিনীতে কোন দেশেগুলোর সেনা থাকবে সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

প্রসঙ্গগত গতবছর অক্টোবর থেকে গাজায় আরো একবার যুদ্ধবিরতি চুক্তি করে ইসরায়েল যেখানে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস কিছু শর্তে আপত্তি জানিয়ে প্রস্তাব গ্রহণ করে। তবে ইসরায়েল কিছুদিন পর থেকেই বিভিন্ন অজুহাতে ফিলিস্তিনের বিভিন্ন অঞ্চল আক্রমণ করতে থাকে।

এই যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের অংশ হিসেবে গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলিকরণ বাহিনী মোতায়েনের পরিকল্পনা রয়েছে যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হস্তক্ষেপ রয়েছে।

চুক্তি অনুযায়ী, প্রস্তাবিত এই বাহিনীর মূল দায়িত্ব হবে গাজার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি নতুন পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া যারা হামাসের পরিবর্তে ফিলিস্তিনের নিরাপত্তা ব্যবস্থায় কাজ করবে।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক এই বাহিনীর প্রধান হিসেবে মার্কিন সেনাবাহিনীর কর্মকর্তা মেজর জেনারেল জাসপার জেফার্সকে নিয়োগ দিয়েছেন।

সম্পর্কিত নিউজ