গরুর গাড়ি ছাগল দিয়ে টানা যায়নাঃ কিম জং উন

গরুর গাড়ি ছাগল দিয়ে টানা যায়নাঃ কিম জং উন
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন তার উপপ্রধানমন্ত্রী ইয়াং সুং হো-কে দায়িত্ব পালনে ‘অযোগ্য’ আখ্যা দিয়ে বরখাস্ত করেন এবং জনসম্মুখে বলেন ‘গরুর গাড়ি ছাগল দিয়ে টানা যায় না’। যদিও নিজ প্রশাসনের কর্মকর্তাদের বরখাস্ত করার ঘটনা কিমের জন্য নতুন নয় তবে জনসম্মুখে সরকারি কর্মকর্তাদের বিষয়ে কিমের এ ধরনের মন্তব্যের নজির নেই বললেই চলে

আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) দেশটির সংবাদ সংস্থা কেসিএনএ এক প্রতিবেদনে এই খবর জানানো হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত সোমবার (১৯ জানুয়ারি) রিয়ংসং মেশিন কমপ্লেক্স নামের একটি গুরুত্বপূর্ণ কারখানা উদ্বোধনের সময় কিম বক্তব্য চলাকালীন সময়ে উপপ্রধানমন্ত্রীকে কঠোর ভাষায় তীরস্কার করেন এবং বরখাস্ত করেন।

তিনি ইয়াং সুং হো এর সাথে অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের ‘দায়িত্বজ্ঞানহীন’, ‘রুঢ়’ ও ‘অযোগ্য’ বিশেষণ ব্যবহার করে কড়া ভাষায় সমালোচনা করেন। তিনি বলেন, “বন্ধুবর (কমরেড) ভাইস প্রিমিয়ার (উপ-প্রধানমন্ত্রী), বেশি দেরি হয়ে যাওয়ার আগে অনুগ্রহ করে আপনি নিজেই পদত্যাগ করুন। কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের যোগ্যতা নেই তার।“

তিনি যোগ করেন, “ব্যাপারটা খুব সহজ। ছাগল দিয়ে গরুর গাড়ি চালানো যায় না। এটা আমাদের সরকারি কর্মকর্তা নিয়োগ প্রক্রিয়ার ভুল।“
তীরস্কারের মাত্রা বাড়িয়ে তিনি বলেন, “আসলে গরুর গাড়ি টানার জন্য গরু দরকার। ছাগল নয়।“

কর্মকর্তারা অর্থনৈতিক নীতিমালা পালনে ব্যর্থ হলে কিমের রোষানলে পড়েন তবে এভাবে সমালোচনা নজিরবিহীন।

এই অনুষ্ঠানে কিম আরও বলেন, “সরকারি ক্যাডাররা দীর্ঘদিন ধরে অল্পতেই হার মেনে নেয়া, দায়িত্বজ্ঞানহীনতা ও নিস্পৃহতার মনোভাব দেখিয়ে আসছেন। কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য মন্ত্রী ইয়াং-এর ওপর ভরসা রাখতে পারছেন না তিনি।“

উল্লেখ্য, এই কারখানা উদ্বোধনের পর উত্তর কোরিয়ার মোট যন্ত্রপাতি উৎপাদনের ১৬ শতাংশ আসবে এখান থেকে।
আর গত ডিসেম্বরেই কিম তার দল থেকে সব ধরনের ‘অশুভ’ উপকরণ অপসারণের শপথ করেন।

এদিকে দেশটির সরকারি গণমাধ্যম জানিয়েছে, ক্ষমতাসীন দল তাদের একাধিক সদস্যের মধ্যে বিভিন্ন ‘অনিয়মের’ প্রমাণ পেয়েছে।

সম্পর্কিত নিউজ