ভারত-বাংলাদেশ রাজনৈতিক দণ্ডে বলির পাঠা সাধারণ মুসলমান

ভারত-বাংলাদেশ রাজনৈতিক দণ্ডে বলির পাঠা সাধারণ মুসলমান
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

জুলাই গণঅভ্যথানে আওয়ামিলীগের স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ-ভারতের সম্পর্ক যেন বন্ধু থেকে শত্রুতে রুপ নিয়েছে। মানবতাবিরোধী অপরাধে দণ্ড প্রাপ্ত পলাতক হাসিনা কে ভারত সরকার নিজেদের দেশে আশ্রয় দিয়ে আগুনে ঘি ঢেলে দিয়েছে।

এবার যেন দুই দেশের সমপর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। প্রতিদিন দুই দেশের জনগণ থেকে শুরু করে দায়িত্বশীল ব্যক্তিরাও প্রকাশ্যে সমালোচনা করে যাচ্ছে। ভারত সরকার বাংলাদেশীদের ভিসা বন্ধসহ একাধিক পদক্ষেপ গ্রহণ করে এমনকি দিল্লিতে বাংলাদেশ মিশনে উগ্র হিন্দুত্ববাদীরা হামলা চালিয়ে বাংলাদেশের পতাকা আগুনে জ্বালিয়ে দেই। পাশাপাশি বাংলাদেশেও ভারতের বিরোদ্ধে একাধিক প্রতিবাদ মিছিল হয়। দিনদিন দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে।

ভারতের মোদি সরকার সমপ্রতি, বাংলাদেশে সংখ্যালগু নির্যাতনের অভিযোগ তুলে আসছে বিশেষ করে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে বলে ভারতে প্রচারণা চালাচ্ছে। এতে করে উগ্র হিদুত্ববাদীরা ভারতে মুসলমানদের ওপর  অন্যায় ভাবে নির্যাতন করছে। ভারতের বিএসএফ বাংলাদেশের সীমান্তে মুসলিমদের পুশইন করছে । সাউথ এশিয়া জাস্টিস ট্র্যাকার রিপোর্ট অনুসারে, ২০২৫ সালে ভারতে ৫০ জন মুসলিম কে হত্যা করা হয়।এরই মধ্যে ২৭ জন উগ্র হিন্দুত্ববাদীদের  দ্বারা নিহত হয়েছে বলে জানা যায় বাকি ২৩ জন নিরাপত্তা বাহিনীদের দ্বারা প্রাণ যায়।


 কদিন আগেও দিল্লিতে একজন মুসলিম শিক্ষক কে বিশ্বিবদ্যালয়ের ক্যামপাসে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। আসামে বাংলাদেশি সন্দেহে একজন মুসলিম কে পিটিয়ে হত্যা করা হয়েছে।  ভারত বাংলাদেশের দণ্ডে ভারতের নিরীহ  মুসলমানদের প্রাণ যাচ্ছে। ভারতের সাধারণ মুসলিমদের মনে একটাই প্রশ্ন কি কারণে কেন তাদের ওপর এই অন্যায় অবিচার।  কখন শেষ হবে জালিমের জুলুম।  ভয় নিয়ে দিন পার করছে ভারতের মুসলিলরা।  কেউ জানে না ভারত বাংলাদেশের সমর্পক কোন দিয়ে গিয়ে ঠেকবে।

 

সম্পর্কিত নিউজ