যুক্তরাষ্ট্র হামলা করলে সর্বস্ব দিয়ে পাল্টা হামলা চালাবে ইরানঃ আরাগচি

যুক্তরাষ্ট্র হামলা করলে সর্বস্ব দিয়ে পাল্টা হামলা চালাবে ইরানঃ আরাগচি
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের রণতরী এবং যুদ্ধবিমান আসার খবরে ইরানে হামলার গুঞ্জন শুরু হলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি হুঁশিয়ারি দেন যে যুক্তরাষ্ট্র যদি নতুন করে হামলা চালায় তাহলে সর্বস্ব দিয়ে পাল্টা হামলা চালাবে ইরান।

বুধবার (২১ জানুয়ারি) মার্কিন গণমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নালের মতামত কলামে আরাগচি লিখেন, “২০২৫ সালের জুনে ইরান যে সংযম দেখিয়েছিল, এবার সেরকম হবে না। যদি আমরা নতুন হামলার শিকার হই তাহলে আমাদের শক্তিশালী সামরিক বাহিনী সর্বস্ব দিয়ে পাল্টা হামলা চালাবে। তাদের মধ্যে কোনো সীমাবদ্ধতা থাকবে না।“


পররাষ্ট্রমন্ত্রী আরও লিখেন, “এটি কোনো হুমকি নয়, বাস্তবতা। আমার মনে হয় এটি ভালোভাবে জানিয়ে দেওয়া উচিত। কারণ একজন কূটনীতিক এবং সাবেক সেনা হওয়ায় আমি যুদ্ধকে ঘৃণা করি।“

আশংকা প্রকাশ করে তিনি লিখেছেন,”একটি সর্বাত্মক যুদ্ধ অবশ্যই তীব্র এবং দীর্ঘ হবে, ইসরায়েল এবং তার প্রক্সিরা যতটা দীর্ঘ হওয়ার কথা যুক্তরাষ্ট্রকে বলছে তার চেয়ে অনেক অনেক বেশি দীর্ঘ হবে। এই যুদ্ধ অবশ্যই পুরো অঞ্চলকে গ্রাস করবে এবং বিশ্বব্যাপী সাধারণ মানুষের ওপর প্রভাব পড়বে।“

উল্লেখ্য, গতবছরের জুনে ১২ দিনের ইসরায়েল-ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হয়ে যুদ্ধে যোগ দেয়। মার্কিন বিমানবাহিনী তখন ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বাঙ্কার ব্লাস্টার বোমা হামলা চালায়।
এদিকে গত ডিসেম্বরে ইরানের সরকার বিরোধী বিক্ষোভে মার্কিন প্রেসিডেন্ট শুরু থেকেই বিক্ষোভকারীদের সমর্থন করছেন এবং ইরানের উপর বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে যাচ্ছেন।

সম্পর্কিত নিউজ