{{ news.section.title }}
যু’দ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি হামলায় ৩ সাংবাদিক নিহত
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
যুদ্ধবিরতি অগ্রাহ্য করে গাজায় ইসরায়েলের চলমান নাশকতায় এএফপির একজন ফ্রিল্যান্সার সাংবাদিকসহ তিন জন সাংবাদিক নিহত হয়েছেন। গাজার দক্ষিণ-পশ্চিমে আল-জাহরা এলাকায় ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলায় এই প্রাণহানি ঘটে।
বুধবার (২১ জানুয়ারি) ইসরায়েলি সামরিক বাহিনী আল-জাহরা এলাকায় প্রাণঘাতী এই ড্রোন হামলা করে বলে নিশ্চিত করেছে গাজার বেসামরিক প্রতিরক্ষা দপ্তর।এএফপি তাদের প্রতিবেদনে জানায়, নিহত সাংবাদিকরা হলেন মো. সালাহ কাশতা, আবদুল রউফ শাআত এবং আনাস ঘনেইম।
তাদের মরদেহ বর্তমানে দেইর আল-বালাহর আল-আকসা শহীদ হাসপাতালে রাখা হয়েছে।ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এই হামলার দায় স্বীকার করে দাবি করেছে তারা গাজা উপত্যকায় একটি ড্রোন পরিচালনাকারী সন্দেহভাজনদের'লক্ষ্য করে হামলা করেছে।তবে প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায়, সাংবাদিকরা কোনো সামরিক উদ্দেশ্যে নয় বরং মিসরীয় রিলিফ কমিটির ত্রাণ বিতরণের দৃশ্য ধারণ করার জন্য ড্রোন ব্যবহার করছিলেন।
তারা আরও জানায়, সাংবাদিকরা যখন একটি যানবাহনে করে কাজ করছিলেন, তখনই তাদের লক্ষ্য করে হামলা চালানো হয়।
গাজার সিভিল ডিফেন্স এবং সাংবাদিক সংগঠনগুলো ইসরায়েলের এই দাবির উত্তরে এই ঘটনাকে সংবাদকর্মীদের ওপর সুপরিকল্পিত হামলা হিসেবে অভিহিত করেছে।ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এই হামলাকে বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তির 'প্রকাশ্য লঙ্ঘন' এবং সংঘাতের এক বিপজ্জনক মাত্রার উত্তরণ বলে বর্ণনা করেছে।ফিলিস্তিন জার্নালিস্টস সিন্ডিকেট এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এটি ফিলিস্তিনি সাংবাদিকদের কণ্ঠরোধ করার জন্য ইসরায়েলি বাহিনীর একটি পদ্ধতিগত নীতির অংশ।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় গতবছরের ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি চলছে। তবে ইসরায়েল বরাবরই তা অগ্রাহ্য করে বিভিন্ন অজুহাতে গাজায় আক্রমণ করে যাচ্ছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত ৪৬৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই ধারাবাহিক সহিংসতা গাজায় শান্তি ফেরানোর প্রচেষ্টাকে ক্রমশ বাধাগ্রস্ত করছে বলে দাবি করেন তারা।এই ঘটনায় সাংবাদিকদের সুরক্ষায় কাজ করা বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন এই হত্যার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।