তুষারধসে পাকিস্তানে একই পরিবারের ৯ জনের মৃত্যু

তুষারধসে পাকিস্তানে একই পরিবারের ৯ জনের মৃত্যু
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

পাকিস্তানের খাইবার পাখতুনখওয়া প্রদেশের চিত্রল জেলায় তুষারধসে বাড়ি চাপা পড়ে এক পরিবারের ৯জন নিহত হয়েছে। এই দূর্ঘটনায় পরিবারের কেবল একজন সদস্য বেঁচে আছে। নয় বছরের সেই শিশু বালকটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) চিত্রল জেলার দামিল এলাকার সেরিগাল গ্রামে স্থানীয় সময় বিকালে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।

স্থানীয় কর্মকর্তারা জানায়, চিত্রোলে ২০ ইঞ্চিরও বেশি তুষারপাত হওয়ার পর থেকেই ধস শুরু হয়। ধারণা করা হচ্ছে পাহাড়ি ওই গ্রামটির নিকটবর্তী চারণভূমি থেকে প্রচুর তুষার গড়িয়ে নেমে এসে এই বাড়িতে আঘাত হানে।
এতে বাড়ির কর্তা বাচা খান, তার স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে ও দুই শ্যালিকার মৃত্যু হয়। দূর্ঘটনার সময় পরিবারের সদস্যরা বাড়ির মধ্যবর্তী ঘরে বসে রাতের খাবার খাচ্ছিলেন।

লোয়ার চিত্রলের ডিসি হাসিম আজিম বলে, ‘আবর্জনার নিচে চাপা পড়া মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে।‘

এবছর পাকিস্তানের বেলুচিস্তান, গিলগিট-বালতিস্তান, খাইবার পাখতুনখওয়া ও আজাদ কাশ্মীরে ভারি তুষারপাতের পর তুষারধস ও ভূমিধসের ঘটনা ঘটছে। ফলে রাস্তাগুলো আটকে গেছে। এতে শত শত পর্যটক আটকা পড়েছেন ও জনজীবন স্থবির হয়ে পড়েছে। শূন্য ডিগ্রি তাপমাত্রায়  বিদ্যুৎ সরবরাহ ও উদ্ধারকাজ বিঘ্নিত হচ্ছে।

চিত্রল উপত্যকায় ৩৬ ঘণ্টারও বেশি সময় ধরে টানা তুষারপাত হয়। ফলে যানচলাচল বন্ধ হয়ে গেছে। লোয়ারি টানেলের অ্যাপ্রোচ সড়ক প্রায় ১৮ ঘণ্টা ধরে বন্ধ থাকে, ফলে কয়েক হাজার যাত্রী আটকা পড়েন। গতকাল, শুক্রবার সন্ধ্যায় তুষার পরিষ্কারের পর রাস্তায় যান চলাচল শুরু হয়।
এর ই মধ্যে তুষারধসের এই ঘটনা ঘটে। জনবিরল এই পাহাড়ি গ্রামে বাড়িটির আশেপাশে আর কোনো বাড়িঘর না থাকায় আর হতাহতের ঘটনা ঘটেনি।

ভারি তুষারপাত হওয়ায় এমন এক্সিডেন্ট এড়াতে বর্তমানে আপার ও লোয়ার চিত্রলের বেশ কয়েকটি সড়ক বন্ধ রাখা হয়েছে।


সম্পর্কিত নিউজ