{{ news.section.title }}
নাগরিকদের পাকিস্তান ভ্রমনে সতর্ক করেছে মার্কিন সরকার
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
মার্কিন নাগরিকদের পাকিস্তান ভ্রমণের ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র সরকার। দেশটির স্টেট ডিপার্টমেন্ট পাকিস্তান ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনা করতে বলেছে নাগরিকদের। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) পাকিস্তান সংবাদ সংস্থা ডন তাদের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট চলতি সপ্তাহে (২৬ জানুয়ারি) পাকিস্তান ভ্রমণ নিয়ে বিশেষ সতর্কবার্তা হালনাগাদ করেছে। নাগরিকদের পাকিস্তান ভ্রমণে যেতে দুইবার ভাবতে বলেছে দেশটি। পাকিস্তানে ক্রাইম, বিশৃঙ্খলা, সন্ত্রাসবাদ ও অপহরণের ঝুঁকিকে এই সতর্কতার কারণ হিসেবে তারা উল্লেখ করেছে দেশটি।
মার্কিন সরকারের ধারনা অনুযায়ী পাকিস্তানের হোটেল, পর্যটন কেন্দ্র, মার্কেট, শপিং মল, সামরিক ও নিরাপত্তা স্থাপনা, বিমানবন্দর, ট্রেন, স্কুল, হাসপাতাল, সরকারি স্থাপনা ও ধর্মীয় উপাসনালয়কে লক্ষ্য করে হামলা হতে পারে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র পাকিস্তানকে ভ্রমণ সতর্কবার্তার তিন নম্বর ক্যাটাগরিতে ফেলেছে। যার অর্থ কোনো ধরনের সতর্কবার্তা ছাড়াই পাকিস্তানে সন্ত্রাসী হামলা হতে পারে।
আবার পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া অঞ্চলকে ৪ নম্বর ক্যাটাগরিতে রেখে নাগরিকদের এই অঞ্চল ভ্রমণে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে।
পাকিস্তানে সাম্প্রতিক বছরগুলোতে সন্ত্রাসী হামলার পরিমাণ বাড়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।
পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গত কয়েক বছরে দেশটিতে অগণিত হামলা হয়েছে।