ইরানে হামলা হবে যুক্তরাষ্ট্রের ভুল সিদ্ধান্তঃ তুরষ্ক

ইরানে হামলা হবে যুক্তরাষ্ট্রের ভুল সিদ্ধান্তঃ তুরষ্ক
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। যুক্তরাষ্ট্র ইরানকে হামলা করে নতুন যুদ্ধ শুরু করলে তা হবে মারাত্মক ভুল- এমন হুঁশিয়ারি দিয়েছে তুরস্ক। তুরষ্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করা হলে তা হবে যুক্তরাষ্ট্রের ‘ভুল সিদ্ধান্ত’। এসময় তিনি কূটনৈতিক আলোচনার মাধ্যমে দুই দেশকে বিরোধ মেটানোর আহ্বান জানান।

আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) টার্কিস সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানায়।
পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারকালে মন্তব্য করেন, যুক্তরাষ্ট্র যখন মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি জড়ো করছে এবং ইরানকে ঘিরে উত্তেজনা বাড়ছে, তখন আঞ্চলিক সহযোগিতাই একমাত্র পথ।
তিনি বলেন, “আবার যুদ্ধ শুরু করা ভুল”। এখনও কূটনৈতিক সমাধানের সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, “ইরান আবারও পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসতে প্রস্তুত।”

ওয়াশিংটনকে পরামর্শ দিয়ে তিনি বলেন, “আমার পরামর্শ হলো, ইরানের সঙ্গে বিদ্যমান সমস্যাগুলো একে একে সমাধান করুন। প্রথমে পারমাণবিক ইস্যু দিয়ে শুরু করুন, সেটি শেষ করুন, তারপর অন্যগুলোতে যান।“
সব বিষয় একসঙ্গে চাপিয়ে দিলে তা মানা ইরানের পক্ষে কঠিন হবে উল্লেখ করে তিনি বলেন, “এতে কখনও কখনও বিষয়টি অপমানজনক বলেও মনে হতে পারে। তখন শুধু সাধারণ মানুষের কাছেই নয়, নেতৃত্বের কাছেও বিষয়টি ব্যাখ্যা করা কঠিন হয়ে যায়।“

ইরানকে আঞ্চলিক আস্থা তৈরি করার পরামর্শ দিয়ে ফিদান বলেন, “ইরানিদের আঞ্চলিক দেশগুলোর কাছে বিশ্বাসযোগ্যতা তৈরি করতে হবে। তারা কোথাও চলে যাচ্ছে না, আমরাও যাচ্ছি না- তাই একসঙ্গে চলতে শিখতে হবে।“
এসময় তিনি জোরের সাথে বলেন, মতাদর্শ বা ধর্মীয় পার্থক্য থাকলেও রাষ্ট্রভিত্তিক ব্যবস্থার মধ্যেই আঞ্চলিক দেশগুলোর সহযোগিতা বাড়াতে হবে।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি পুনর্ব্যক্ত করলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন “যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সম্ভাব্য যেকোনো হামলার তাৎক্ষণিক ও শক্তিশালী জবাব দিতে দেশের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে।“


সম্পর্কিত নিউজ