{{ news.section.title }}
সড়ক ও জনপথ অধিদপ্তরে ১৮৮ জনের বিশাল নিয়োগ
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
সড়ক ও জনপথ অধিদপ্তর (RHD) ২০২৬ সালের জন্য বড় পরিসরে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কর্তৃপক্ষের নির্দেশে ২৬ জানুয়ারি ২০২৬ তারিখে বিজ্ঞপ্তি জারি করা হয় এবং পরদিন ২৭ জানুয়ারি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এ নিয়োগের মাধ্যমে মোট ৫টি ক্যাটাগরির পদে ১৮৮ জন নারী ও পুরুষকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।
নিয়োগকারী প্রতিষ্ঠান: সড়ক ও জনপথ অধিদপ্তর (Roads and Highways Department -RHD)
প্রতিষ্ঠানের ধরন: সরকারি
চাকরির ধরন: সরকারি চাকরি
চাকরির সময়কাল: সম্পূর্ণ অস্থায়ী
পদের সংখ্যা ও নাম:
সার্ভেয়ার -৯ জন
সিকিউরিটি সুপারভাইজার -৪ জন
ইঞ্জিন চালক -১৬ জন
ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট -৫২ জন
নিরাপত্তা প্রহরী -১০৭ জন
মোট পদ সংখ্যা: ৫টি
মোট নিয়োগ: ১৮৮ জন
শিক্ষাগত যোগ্যতা:
পদভেদে এসএসসি/সমমান, এইচএসসি/সমমান ও স্নাতক বা সমমান পাস হতে হবে।
অভিজ্ঞতা:
কিছু পদের জন্য অভিজ্ঞতা প্রয়োজন, আবার কিছু পদে নতুনরাও আবেদন করতে পারবেন।
লিঙ্গ:
নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।
বয়সসীমা:
০১ মার্চ ২০২৬ তারিখ হিসাব করে সাধারণ প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছর। (সরকারি বিধি অনুযায়ী বিশেষ ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য)
বেতন:
জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১৪তম, ১৫তম, ১৬তম ও ২০তম গ্রেডে
মাসিক বেতন: ৮,২৫০ টাকা থেকে ২৪,৬৮০ টাকা পর্যন্ত।
আবেদন পদ্ধতি:
অনলাইনে আবেদন করতে হবে। প্রার্থীদের ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে হবে।
আবেদন শুরুর তারিখ: ২৯ জানুয়ারি ২০২৬, সকাল ১০টা
আবেদন শেষ তারিখ: ০১ মার্চ ২০২৬, বিকেল ৫টা
আবেদন লিংকে যেতে এখানে ক্লিক করুন
অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে : https://rhd.portal.gov.bd