{{ news.section.title }}
নির্ধারিত সময়ের আগেই নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন দাখিল
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
নির্ধারিত সময়ের প্রায় তিন সপ্তাহ আগেই নবম জাতীয় বেতন কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে পেশ করেছে। বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনপ্রধান জাকির আহমেদ খানের নেতৃত্বে ২৩ সদস্যবিশিষ্ট কমিশন প্রতিবেদনটি উপস্থাপন করে।
এ সময় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী, অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদারসহ কমিশনের পূর্ণকালীন ও খণ্ডকালীন সদস্যরা উপস্থিত ছিলেন। প্রতিবেদন গ্রহণ করে প্রধান উপদেষ্টা সন্তোষ প্রকাশ করেন এবং কমিশনের সদস্যদের ধন্যবাদ জানান।
কমিশন সরকারি কর্মচারীদের জন্য ২০টি বেতন স্কেল সুপারিশ করেছে। এতে সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। এসব প্রস্তাব বাস্তবায়নে প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকার প্রয়োজন হবে বলে জানানো হয়।
প্রতিবেদনে স্বাস্থ্যবীমা প্রবর্তন, পেনশন ব্যবস্থার সংস্কার, সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড পুনর্গঠন, ভাতা কাঠামো পর্যালোচনা এবং স্বাস্থ্য ও শিক্ষাখাতে মানবসম্পদ উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ প্রস্তাব অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া প্রতিবন্ধী সন্তানের জন্য মাসিক ২ হাজার টাকা ভাতা এবং ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের টিফিন ভাতা ২০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ২৭ জুলাই গঠিত এই কমিশন মাত্র নির্ধারিত বাজেটের ১৮ শতাংশ ব্যয়ে প্রতিবেদন প্রস্তুত করেছে। অর্থ উপদেষ্টা জানান, প্রস্তাবগুলো বাস্তবায়নের লক্ষ্যে শিগগিরই একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হবে।