শনিবার শুরু ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫: প্রথমবারের মতো ৩২ দলের মহাযুদ্ধ, দেখুন পূর্ণ সূচি

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
বিশ্ব ফুটবলের মর্যাদাপূর্ণ আসর ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫ শুরু হচ্ছে শনিবার (বাংলাদেশ সময় রোববার ভোরে)। এবারের আসর হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড়, যেখানে প্রথমবারের মতো অংশ নিচ্ছে বিশ্বের ৩২টি শীর্ষ ক্লাব। দীর্ঘ অপেক্ষার পর আগামী ১৫ জুন (রোববার ভোর ৬টা) আল আহলি ও ইন্টার মায়ামির মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে এই প্রতিযোগিতার।
এবারই প্রথমবারের মতো নতুন ফরম্যাটে অনুষ্ঠিত হচ্ছে ক্লাব বিশ্বকাপ। ইউরোপ, এশিয়া, আফ্রিকা, উত্তর ও দক্ষিণ আমেরিকার সেরা ক্লাবগুলোকে নিয়ে সাজানো হয়েছে ৮টি গ্রুপ, প্রতিটি গ্রুপে রয়েছে ৪টি দল। গ্রুপ পর্ব শেষে শীর্ষ দুই দল পাবে নকআউট পর্বে খেলার টিকিট।
যুক্তরাষ্ট্রের ১২টি শহরের বিভিন্ন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। ১৩ জুলাই নিউ জার্সির বিখ্যাত মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল।
এবারের আসরে ইউরোপের রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, চেলসি, বায়ার্ন মিউনিখ, পিএসজি, দক্ষিণ আমেরিকার ফ্ল্যামেঙ্গো, পালমেইরাস, রিভার প্লেট, এশিয়ার আল হিলাল, আল আইন, আফ্রিকার আল আহলি, উত্তর আমেরিকার ইন্টার মায়ামির মতো জনপ্রিয় দল অংশ নিচ্ছে।
অংশগ্রহণকারী দলসমূহ (বিভাগ অনুসারে):
ইউরোপ:
ম্যানসিটি, রিয়াল মাদ্রিদ, চেলসি, বায়ার্ন মিউনিখ, পিএসজি, ইন্টার মিলান, পোর্তো, বেনফিকা, জুভেন্টাস, ডর্টমুন্ড, অ্যাথলেটিকো, সালজবুর্গ
দক্ষিণ আমেরিকা:
পালমেইরাস, ফ্ল্যামেঙ্গো, ফ্লুমিনেন্স, রিভার প্লেট, বোকা জুনিয়র্স, বোটাফোগো
উত্তর আমেরিকা:
ইন্টার মায়ামি, এলএএফসি, সিয়াটল সাউন্ডার্স, পাচুকা, মন্টেরে
আফ্রিকা:
আল আহলি, উইদাদ, তিউনিস, মামেলোডি সান্ডাউনস
এশিয়া:
আল হিলাল, উরওয়া রেড ডায়মন্ডস, আল আইন, উলসান এইচডি
ওশেনিয়া:
অকল্যান্ড সিটি
গ্রুপ পর্বের সময়সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী):
১৫ জুন
আল আহলি vs ইন্টার মায়ামি – ভোর ৬টা
বায়ার্ন মিউনিখ vs অকল্যান্ড সিটি – রাত ১০টা
১৬ জুন
পিএসজি vs অ্যাথলেটিকো – রাত ১টা
পালমেইরাস vs পোর্তো – রাত ৪টা
বোটাফোগো vs সিয়াটল সাউন্ডার্স – সকাল ৮টা
১৭ জুন
চেলসি vs এলএএফসি – রাত ১টা
বোকা জুনিয়র্স vs বেনফিকা – রাত ৪টা
ফ্ল্যামেঙ্গো vs তিউনিস – ভোর ৭টা
১৮ জুন
রিভার প্লেট vs রেড ডায়মন্ডস – রাত ১টা
উলসান এইচডি vs মামেলোডি – রাত ৪টা
ইন্টার মিলান vs মন্টেরে – ভোর ৭টা
ম্যানসিটি vs উইদাদ – রাত ১০টা
১৯ জুন
রিয়াল মাদ্রিদ vs আল হিলাল – রাত ১টা
পাচুকা vs সালজবুর্গ – রাত ৪টা
আল আইন vs জুভেন্টাস – ভোর ৭টা
পালমেইরাস vs আল আহলি – রাত ১০টা
২০ জুন
ইন্টার মায়ামি vs পোর্তো – রাত ১টা
অ্যাথলেটিকো vs সিয়াটল – রাত ৪টা
পিএসজি vs বোটাফোগো – ভোর ৭টা
বেনফিকা vs অকল্যান্ড – রাত ১০টা
২১ জুন
চেলসি vs ফ্ল্যামেঙ্গো – রাত ১২টা
তিউনিস vs এলএএফসি – রাত ৪টা
বায়ার্ন vs বোকা – ভোর ৭টা
ডর্টমুন্ড vs মামেলোডি – রাত ১০টা
২২ জুন
ইন্টার মিলান vs রেড ডায়মন্ডস – রাত ১টা
ফ্লুমিনেন্স vs উলসান – রাত ৪টা
রিভার প্লেট vs মন্টেরে – ভোর ৭টা
জুভেন্টাস vs উইদাদ – রাত ১০টা
২৩ জুন
রিয়াল মাদ্রিদ vs পাচুকা – রাত ১টা
সালজবুর্গ vs আল হিলাল – রাত ৪টা
ম্যানসিটি vs আল আইন – ভোর ৭টা
২৪ জুন
পিএসজি vs সিয়াটল – রাত ১টা
বোটাফোগো vs অ্যাথলেটিকো – রাত ১টা
আল আহলি vs পোর্তো – ভোর ৭টা
পালমেইরাস vs ইন্টার মায়ামি – ভোর ৭টা
২৫ জুন
অকল্যান্ড vs বোকা – রাত ১টা
বায়ার্ন vs বেনফিকা – রাত ১টা
চেলসি vs তিউনিস – ভোর ৭টা
ফ্ল্যামেঙ্গো vs এলএএফসি – ভোর ৭টা
২৬ জুন
ডর্টমুন্ড vs উলসান – রাত ১টা
ফ্লুমিনেন্স vs মামেলোডি – রাত ১টা
রেড ডায়মন্ডস vs মন্টেরে – ভোর ৭টা
ইন্টার মিলান vs রিভার প্লেট – ভোর ৭টা
২৭ জুন
জুভেন্টাস vs ম্যানসিটি – রাত ১টা
আল আইন vs উইদাদ – রাত ১টা
আল হিলাল vs পাচুকা – ভোর ৭টা
রিয়াল মাদ্রিদ vs সালজবুর্গ – ভোর ৭টা
ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫ নিয়ে প্রতিদিনের ম্যাচ রেজাল্ট ও বিশ্লেষণ পেতে চোখ রাখুন Jagoron News প্ল্যাটফর্মে। ফুটবলের এই মহাযজ্ঞে কারা জিতবে বিশ্ব শ্রেষ্ঠত্বের লড়াই।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।