১১ বছর পর জিম্বাবুয়ে সফরে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট টিম

১১ বছর পর জিম্বাবুয়ে সফরে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট টিম
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

১১ বছর পর জিম্বাবুয়েতে টেস্ট খেলতে নেমেছে দক্ষিণ আফ্রিকা। বুলাওয়েতে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন দলের ভারপ্রাপ্ত অধিনায়ক কেশব মহারাজ। চোটের কারণে অনুপস্থিত অধিনায়ক টেম্বা বাভুমার পরিবর্তে দলের নেতৃত্ব দিচ্ছেন মহারাজ, যিনি একমাত্র খেলোয়াড় হিসেবে ২০১৪ সালে হারারেতে অনুষ্ঠিত সর্বশেষ টেস্ট ম্যাচের একাদশেও ছিলেন।

দক্ষিণ আফ্রিকা দল এই ম্যাচে তিনজন অভিষেককারীকে সুযোগ দিয়েছে, ব্যাটার দেওয়াল্ড ব্রেভিস, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস ও পেস অলরাউন্ডার কোডি ইউসুফ। সদ্য শেষ হওয়া ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ফাইনালে খেলা একাদশের সাতজন এই সফরে বিশ্রামে রয়েছেন।

প্রবীণ খেলোয়াড়ের অভাবে অভিজ্ঞতায় কিছুটা পিছিয়ে থাকা দক্ষিণ আফ্রিকার এই একাদশের সিনিয়র ক্যাম্পেইনার অধিনায়ক মহারাজের টেস্ট সংখ্যা ৫৮। তার পরেই আছেন উইকেটকিপার ব্যাটার কাইল ভেরেন্নে, যার টেস্ট সংখ্যা ২৫।

অন্যদিকে, টস হেরে বোলিংয়ে নেমে খুশিই হন জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন। তিনি জানান, পিচে কিছুটা আর্দ্রতা থাকায় শুরুতে বল করার সিদ্ধান্ত যথাযথ। ইংল্যান্ড সফরের পর এ দলে চারটি পরিবর্তন আনা হয়েছে। নতুন করে দলে এসেছেন তাকুদজওয়ানাশে কাইতানো, নিক ওয়েলচ, ভিনসেন্ট মাসেকেসা ও ওয়েলিংটন মাসাকাদজা। বাদ পড়েছেন বেন কারান, সিকান্দার রাজা, ভিক্টর ন্যাউচি ও রিচার্ড নগারাভা। 

বুলাওয়েতে শুরু হওয়া এই টেস্টটি দুই ম্যাচের সিরিজের প্রথমটি হলেও, এটি ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়।


সম্পর্কিত নিউজ