৩ ভারতীয় জওয়ান আহত

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ভারতের ছত্তিশগড় রাজ্যের বিজাপুর জেলায় নকশাল বিরোধী অভিযান চলাকালীন একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে তিন ভারতীয় জওয়ান আহত হয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, রাজ্যের বিজাপুর এবং দান্তেওয়াড়া জেলার সীমান্তে একটি জঙ্গলে এই ঘটনা ঘটেছে। সেখানে নিরাপত্তা বাহিনীর একটি যৌথ দল নকশাল বিরোধী অভিযানে চালাচ্ছিলেন।
একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা বরাতে জানা যায় , জেলা রিজার্ভ গার্ড (ডিআরজি) এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এর কর্মীরা এই অভিযানে অংশ নিয়েছিলেন।
প্রাথমিক তথ্য অনুসারে, দুই জওয়ান অসাবধানতাবশত চাপ-সক্রিয় আইইডির সংস্পর্শে আসলে বিস্ফোরণ ঘটে এবং তৃতীয় কর্মী নকশালদের দ্বারা স্থাপন করা একটি স্পাইক ফাঁদে পা দিয়েছিলেন।
"আহত জওয়ানরা মাওবাদীবিরোধী অভিযানে অংশ নিয়েছিলেন এবং তাদের চিকিৎসার জন্য সরিয়ে নেয়া হয়েছে।
এর আগে রোববার (২ ফেব্রুয়ারি) ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) এবং বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) যৌথ অভিযানের ফলে ছত্তিশগড়ের কাঙ্কেরে সশস্ত্র মাওবাদীদের সাথে সংঘর্ষ হয়। দুপুর সাড়ে ১২টার দিকে শুরু হওয়া এনকাউন্টারে সশস্ত্র মাওবাদীরা নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত হয়। ও দফায় দফায় গোলাগুলি হয়। তবে তখন হতাহতের কোন খবর জানানো হয়নি।