দুর্গাপূজা ঘিরে বুধবার থেকে মণ্ডপ পাহারায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন : স্বরাষ্ট্র উপদেষ্টা

দুর্গাপূজা ঘিরে বুধবার থেকে মণ্ডপ পাহারায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন : স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবির ক্যাপশান, দুর্গাপূজা ঘিরে বুধবার থেকে মণ্ডপ পাহারায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন : স্বরাষ্ট্র উপদেষ্টা
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

দুর্গাপূজা ২০২৫ ঘিরে সারা দেশে পূজামণ্ডপ পাহারায় বুধবার (২৪ সেপ্টেম্বর) থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রতিমা ভাঙচুর প্রতিরোধ, পূজামণ্ডপ নিরাপত্তা ও শান্তিপূর্ণ দুর্গোৎসব নিশ্চিত করতে পুলিশ, র‌্যাব ও স্বেচ্ছাসেবকরা যৌথভাবে কাজ করবে। বাংলাদেশে পূজা নিরাপত্তায় সরকার কড়া ব্যবস্থা নিয়েছে।

শারদীয় দুর্গাপূজা ঘিরে সারাদেশে নিরাপত্তা নিশ্চিত করতে পূজামণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আগামী বুধবার (২৪ সেপ্টেম্বর) থেকে পুলিশ, র‌্যাবসহ সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা মণ্ডপ পাহারায় দায়িত্ব পালন করবেন বলে তিনি জানিয়েছেন।

রোববার (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটছে এটা অস্বীকারের উপায় নেই। তবে আইনশৃঙ্খলা বাহিনী এসব ঘটনায় ইতোমধ্যে কঠোর পদক্ষেপ নিয়েছে। পূজার আগে প্রতিটি মণ্ডপে স্বেচ্ছাসেবকরাও সতর্ক দৃষ্টি রাখবেন বলে পূজা কমিটি জানিয়েছে।

ব্রিফিংয়ে নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। যদিও নির্বাচনকে ঘিরে ছোটখাটো ঘটনা ঘটে থাকে, এবার তা যাতে না ঘটে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় তিনি আরও জানান, মিয়ানমার থেকে মাদক প্রবেশ এবং দেশের সার পাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারি চালাচ্ছে। মাদকের সঙ্গে জড়িতদের আগের তুলনায় অনেক বেশি গ্রেপ্তার করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ