সিডার ইনিশিয়েটিভের যাত্রা শুরু ঢাকায়, প্রযুক্তি ও সমাজসেবার মিলনে টেকসই ভবিষ্যতের অঙ্গীকার

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
রাজধানীর জিয়া উদ্যান থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল নতুন অলাভজনক সংগঠন “ সিডার ইনিশিয়েটিভ”। বিভিন্ন সম্প্রদায়কে ক্ষমতায়ন ও টেকসই উন্নয়নের পথে এগিয়ে নিতে প্রযুক্তি এবং সামাজিক কল্যাণকে একসাথে মেলাতে কাজ করবে এই সংগঠন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতীকীভাবে একটি সিডার গাছের চারা রোপণ করা হয়, যা সংগঠনের দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গির জীবন্ত প্রতীক হিসেবে দাঁড়াবে।
সিডার ইনিশিয়েটিভের পূর্ণরূপ হলো Community Empowerment for Development & Advocacy Resilience। নামের মতোই, সিডার গাছের শক্তিশালী শিকড়ের মতো সংগঠনটিও স্থানীয় কমিউনিটিতে দৃঢ় ভিত্তি গড়ে তুলতে এবং টিকে থাকার শক্তির প্রতীক হতে চায়। “এটি শুধুই একটি নতুন সংগঠন নয়; বরং আমাদের বছরের পর বছর ধরে লালন করা স্বপ্ন ও পরিশ্রমের ফল,” বলেন সংগঠনের প্রতিষ্ঠাতা মো. শাহরিয়ার আজাদ ইভান। তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি প্রকৃত উন্নয়ন আসে তৃণমূল থেকেই। আমাদের লক্ষ্য হলো জলবায়ু পরিবর্তন মোকাবিলা, শিক্ষা ও উদ্ভাবন, এবং কমিউনিটি ক্ষমতায়নের মাধ্যমে মানুষকে এমনভাবে সক্ষম করা, যাতে তারা নিজেরাই তাদের ভবিষ্যৎ গড়তে পারে। আজ আমরা শুধু একটি গাছ লাগাচ্ছি না-আমরা আসলে একটি অঙ্গীকার রোপণ করছি।” সংগঠনটির কাজ এগিয়ে যাবে চারটি মূল স্তম্ভকে কেন্দ্র করে: জলবায়ু পরিবর্তন, যুবশক্তি, গবেষণা ও উদ্ভাবন, এবং নাগরিক সম্পৃক্ততা।
সহ-প্রতিষ্ঠাতা সাব্বির আহম্মেদ বলেন, “সিডার গাছ যেমন গভীর শিকড় থেকে শক্তি পায়, আমাদের কাজের ফলও নির্ভর করবে কমিউনিটির সাথে আমাদের কতটা গভীর সংযোগ তৈরি হয় তার ওপর।”
অন্য সহ-প্রতিষ্ঠাতা নাইমুর রহমান দুর্জয় নিজের অভিজ্ঞতার আলোকে বলেন, “বড় বড় এনজিওতে কাজ করতে গিয়ে আমরা দেখেছি , কোন জায়গায় সাফল্য এসেছে আর কোথায় ফাঁক রয়ে গেছে। সেই শূন্যতাগুলো পূরণ করতেই আমরা সিডার ইনিশিয়েটিভ গড়েছি-যেখানে জটিল সমস্যাগুলো মোকাবিলা হবে দ্রুততা, নমনীয়তা ও মানুষের প্রয়োজনমাফিক সমাধানের মাধ্যমে। স্থিতিশীলতা আমাদের শুধু লক্ষ্য নয়; এটাই আমাদের কাজের ধরণ।” সংগঠনের ট্যাগলাইন “Be the Force for Good; Built by U Powered by purpose ”-যা বাস্তবে রূপ দেবে বিশেষত তরুণ প্রজন্ম। সহ-প্রতিষ্ঠাতা শরাফত করিম বলেন, “তরুণরা কেবল ভবিষ্যতের নেতা নয়, তারা আজকের উদ্ভাবকও। আমরা এমন একটি প্ল্যাটফর্ম গড়ে তুলছি যেখানে তাদের শক্তি ও সৃজনশীলতাকে প্রযুক্তি ও এডভোকেসির সঙ্গে মেলানো হবে। সঠিক সহায়তা পেলে তারা অসাধারণ পরিবর্তন আনতে পারে, আর আমরা সেটাই করতে চাই।”
সিডার ইনিশিয়েটিভ সকল সহযোগী, স্বেচ্ছাসেবক ও সমর্থকদের-আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছে, যারা টেকসই প্রভাব সৃষ্টি করার স্বপ্ন দেখেন।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।