সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত কে-পপ তারকা ফিলিক্স

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
কে-পপ বয় ব্যান্ড ‘স্ট্রে কিডস’র সদস্য ফিলিক্স ভয়াবহ গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন। এতে হাড় ভেঙেছে তার। রোববার (১৬ ফেব্রুয়ারি) জেওয়াইপি এন্টারটেইনমেন্ট স্ট্রে কিডস সোশ্যাল মিডিয়ায় অফিশিয়াল চ্যানেলে নিশ্চিত করেছে বিষয়টি। এতে জানানো হয়েছে, শনিবার (১৫ ফেব্রুয়ারি) মিটিং শেষে বাড়ি ফেরার সময় সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন জনপ্রিয় এ কে-পপ তারকা ফিলিক্স।
সংবাদমাধ্যম কোরিয়া টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ভক্তদের সঙ্গে সাক্ষাৎ শেষে ফেরার পথে ইন্সপায়ার এরিনা পার্কিং লট থেকে ধীরে ধীরে মূল লবির দিকে এগিয়ে যাচ্ছিল ফিলিক্সের গাড়িটি। এ সময় একটি শাটল বাসের সঙ্গে থাকা লাগে।
এ ঘটনায় ফিলিক্সকে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়। পরে জানা যায় বাহুতে আঘাত পাওয়ায় হাড় ভেঙেছে তার। চিকিৎসা কর্মীরা তাকে কয়েকদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।
এদিকে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর রোববার অনুষ্ঠিত হতে যাওয়া স্ট্রে কিডসের পঞ্চম অফিশিয়াল ফ্যান মিলনমেলা ‘SKZ 5’CLOCK’-এ যোগ দেবেন না ফিলিক্স। এ নিয়ে দুঃখ প্রকাশ করেছে জেওয়াইপি এন্টারটেইনমেন্ট। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, ভক্তদের কাছে আমরা সহায়তা কামনা করছি। ফিলিক্সের এমন আকস্মিক খবরে যারা অবাক হয়েছেন, তাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।
বিবৃতিতে আরও বলা হয়েছে, আমাদের শিল্পীর স্বাস্থ্য ও রিকভারি আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানে আমরা কিঞ্চিৎ ছাড় দেব না। এ কারণে আমাদের তারকাদের ভ্রমণ নিশ্চিত করার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করব।
প্রসঙ্গত, গত বছরের মার্চে সিউলের সোংপা জেলার কেএসপিও ডোমে অনুষ্ঠিত ‘এসকেজেড’স ম্যাজিক স্কুল’ প্রায় ১১ মাস পর এবার প্রথম ভক্তদের মিলন মেলা করেছে।