এক ব্যক্তির সর্বাধিক সিম নিয়ে বিটিআরসির জরুরি বার্তা

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) অতিরিক্ত মোবাইল সিম সংক্রান্ত জরুরি বার্তা প্রকাশ করেছে। কমিশন জানিয়েছে, কোনো ব্যক্তির নামে ১০টির বেশি মোবাইল সিম থাকলে তা আগামী ৩০ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের মাধ্যমে ‘ডি-রেজিস্টার’ বা নিবন্ধন বাতিল করতে হবে। এ নির্দেশনা মোবাইল ব্যবহারকারীদের নিরাপত্তা ও তথ্য সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি নিয়ন্ত্রণ ব্যবস্থাকে শক্তিশালী করার উদ্দেশ্যে জারি করা হয়েছে।
বিটিআরসি সোমবার (১৩ অক্টোবর) ভেরিফায়েড ফেসবুক পেজে এই বার্তা পোস্ট করে। কমিশন আরও জানায়, ব্যবহারকারীরা নিজের এনআইডির বিপরীতে কতগুলো সিম নিবন্ধিত আছে তা যাচাই করার জন্য *16001# ডায়াল করতে পারবে এবং তাদের এনআইডির শেষ চারটি সংখ্যা পাঠিয়ে তথ্য পেতে পারবে। এতে করে গ্রাহকরা সহজেই জানতে পারবে কতটি সিম তার নামে নিবন্ধিত আছে।
বিটিআরসি স্পষ্টভাবে উল্লেখ করেছে, ‘নিজ এনআইডিতে পছন্দমতো ১০টি সিম রাখার পর অতিরিক্ত সিমগুলো সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারের মাধ্যমে ডি-রেজিস্টার বা মালিকানা পরিবর্তন করতে হবে।’ এছাড়া কমিশন সতর্ক করেছে, যদি কোনো গ্রাহক নিজে অতিরিক্ত সিম ডি-রেজিস্টার করতে ব্যর্থ হন, তাহলে তারা দৈবচয়নের ভিত্তিতে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল করবে।
এই পদক্ষেপের মাধ্যমে বিটিআরসি মোবাইল সেবার ব্যবহার নিয়ন্ত্রণ এবং সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্য রাখছে। বিশেষজ্ঞরা মনে করেন, এটি অনৈতিক বা বেআইনি ব্যবহার প্রতিরোধ এবং টেলিযোগাযোগ খাতের স্বচ্ছতা বাড়াতে সহায়ক হবে। গ্রাহকদের সচেতন হয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে সিম ডি-রেজিস্টার করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।