ইতালি সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ইতালি সফর শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১৫ অক্টোবর) সকাল ৮টা ২০ মিনিটে প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দুই দিনের সরকারি সফরে প্রধান উপদেষ্টা ড. ইউনূস জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত বার্ষিক ওয়ার্ল্ড ফুড ফোরাম ২০২৫-এ অংশ নিতে ইতালির রাজধানী রোমে যান। তিনি গত রোববার (১২ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে রোমের ফিউমিসিনো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে তাঁকে স্বাগত জানান ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রোকেবুল হক এবং দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা।
রোম অবস্থানকালে প্রধান উপদেষ্টা বৈশ্বিক খাদ্য নিরাপত্তা, টেকসই কৃষি এবং দারিদ্র্য নিরসন বিষয়ে উচ্চপর্যায়ের বৈঠক ও আলোচনায় অংশ নেন। সফরের অংশ হিসেবে তিনি ব্রাজিলের প্রেসিডেন্ট, জিবুতির প্রধানমন্ত্রী এবং রোমের মেয়রের সঙ্গে পৃথক বৈঠক করেন। এসব বৈঠকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা, কৃষিতে নবায়নযোগ্য প্রযুক্তির ব্যবহার এবং আন্তর্জাতিক মানবিক সহায়তা জোরদার করার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।
এছাড়া ড. ইউনূস ‘সাসটেইনেবল ফুড সিস্টেমস ফর অ্যান ইনক্লুসিভ ফিউচার’ শীর্ষক এক সেশনে মূল বক্তব্য প্রদান করেন। তিনি বিশ্বব্যাপী ক্ষুধামুক্ত ও ন্যায্য খাদ্য বণ্টন ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন। সফর শেষে মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রোমের ফিউমিসিনো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেন প্রধান উপদেষ্টা।
প্রধান উপদেষ্টার এ সফরকে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের অবস্থান শক্তিশালীকরণ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।