পিলখানা মামলায় জামিনে মুক্ত ৯ সাবেক বিডিআর সদস্য

পিলখানা মামলায় জামিনে মুক্ত ৯ সাবেক বিডিআর সদস্য
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিডিআরের সাবেক ৯ সদস্য। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে তাদের আনুষ্ঠানিকভাবে মুক্তি দেওয়া হয়। কারাগার-২ এর সিনিয়র জেল সুপার আল মামুন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, জামিনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে এদের মুক্তি দেওয়া হয়েছে। এছাড়া আরও ৪ জনের জামিনের নথি কারাগারে এসে পৌঁছেছে, যাচাই সম্পন্ন হলে তাদেরও মুক্তি দেওয়া হবে।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় এ সদস্যরা কারাবন্দি ছিলেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সম্প্রতি আদালত থেকে তাদের জামিন মঞ্জুর করা হয়। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে সংশ্লিষ্ট আদালত থেকে প্রাপ্ত জামিনের কাগজপত্র কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পৌঁছায়। এরপর প্রশাসনিক যাচাই শেষে বুধবার সকালে মুক্তির প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

জেল সুপার আরও জানান, জামিনপ্রাপ্তদের মুক্তির আগে প্রতিটি কাগজপত্র যথাযথভাবে যাচাই করা হয় যাতে কোনো প্রক্রিয়াগত ত্রুটি না থাকে। বর্তমানে আরও ৪ জনের জামিনপত্র কারাগারে আছে, যাচাই শেষে আইনানুগ প্রক্রিয়া অনুযায়ী তাদেরও মুক্তি দেওয়া হবে।

উল্লেখ্য, পিলখানা ট্র্যাজেডিতে সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন, যা দেশের ইতিহাসে অন্যতম মর্মান্তিক ঘটনা হিসেবে চিহ্নিত। এ ঘটনায় একাধিক মামলা দায়ের করা হয়, যার মধ্যে বিস্ফোরক আইনের মামলায় অভিযুক্ত ছিলেন এসব সাবেক বিডিআর সদস্যরা।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ