ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে কি বললেন ইসি আনোয়ারুল?

ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে কি বললেন ইসি আনোয়ারুল?
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে সরকারের সব সংস্থা ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছে। শনিবার (১৮ অক্টোবর) সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জে এফআইবিডিবি কেন্দ্রীয় প্রশিক্ষণ সেন্টারে অনুষ্ঠিত ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালন: চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসি আনোয়ারুল ইসলাম বলেন, “নির্বাচনে সকল কর্মকর্তা-কর্মচারীকে নিরপেক্ষ থাকতে হবে। আপনার নিরাপত্তা স্বয়ংক্রিয়ভাবে নিশ্চিত করা হবে। প্রতিটি ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসারই মূল দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। তাই নির্বাচন আইন ও বিধিবিধান সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা জরুরি, তাহলেই দায়িত্ব সঠিকভাবে পালন সম্ভব।” তিনি আরও বলেন, “বর্তমান নির্বাচন কমিশন যে কোনো মূল্যে আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে বদ্ধপরিকর। ভোটার ও কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। কেউ আইনশৃঙ্খলা বিঘ্নিত করলে রেহাই পাবে না।”

তিনি হাওর অঞ্চলের কঠিন বাস্তবতার প্রসঙ্গ তুলে বলেন, “সুনামগঞ্জ হাওর এলাকায় বহু দুর্গম ও ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে অতিরিক্ত বরাদ্দ ও নিরাপত্তা নিশ্চিতের জন্য সুপারিশ জানানো হবে। আমরা নির্বাচনকে কলুষিত হতে দেব না। দেশবাসীর সঙ্গে সারা বিশ্ব এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে।”

কর্মশালায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ, সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. ইলিয়াস মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ এবং উপসচিব মুহাম্মদ মোস্তফা হাসান। দিনব্যাপী কর্মশালায় ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ ও দায়িত্ব পালনে করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ