ভারতের সতর্কবার্তার পর ট্রফি দিতে যে নতুন শর্ত জুড়ে দিলেন নাকভি

ভারতের সতর্কবার্তার পর ট্রফি দিতে যে নতুন শর্ত জুড়ে দিলেন নাকভি
ছবির ক্যাপশান, ভারতের সতর্কবার্তার পর ট্রফি দিতে যে নতুন শর্ত জুড়ে দিলেন নাকভি
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ভারত-ভারতীয় ক্রিকেট বোর্ডের এশিয়া কাপ ট্রফি বিতর্কে নতুন মোড়। এসিসি সভাপতি মহসিন নাকভি জানিয়েছেন, নভেম্বরের প্রথম সপ্তাহে দুবাইয়ে ভারতের অন্তত একজন ক্রিকেটারের উপস্থিতিতে ট্রফি হস্তান্তর হবে। বিসিসিআই শর্ত মেনে নেবে কি না তা আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) সভার সিদ্ধান্তে নির্ধারিত হবে।

দুবাই থেকে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এশিয়া কাপ ট্রফি হস্তান্তরের বিষয় এখনও সুতর বাঁধেনি। পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতলেও ভারতের হাতে এখনো পৌঁছায়নি এশিয়া কাপের ট্রফি। খবর অনুযায়ী, ট্রফি বর্তমানে দুবাইয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)-এর দপ্তরে রাখা আছে। ভারতের দাবী, এটি বিসিসিআইয়ের দপ্তরে পাঠাতে হবে।

এ বিষয়ে ভারতের পক্ষ থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও এসিসি সভাপতি মহসিন নাকভিকে ইমেইল করা হয়। নাকভি পূর্বে জানিয়েছেন, জয়ী দলকে তিনি এশিয়া কাপের ট্রফি তুলে দেবেন। তবে ভারতের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, তারা নাকভির হাতে ট্রফি গ্রহণ করবে না। এই অবস্থান নাকভি অনুধাবন করলেও, এখন তিনি নতুন শর্ত বসিয়েছেন। পাকিস্তানের সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, নাকভি চেয়েছেন, নভেম্বরের প্রথম সপ্তাহে দুবাইয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করে ভারতের অন্তত একজন ক্রিকেটারের হাতে ট্রফি তুলে দিতে হবে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, বিসিসিআই এই শর্ত মেনে নিচ্ছে না। তারা নাকভির হাত থেকে ট্রফি নেওয়ার অবস্থানে অনড়। বিষয়টি নিয়ে নাকভিকে বিসিসিআই স্পষ্টভাবে জানিয়েছে যে তারা কোনো পরিস্থিতিতেই দুবাইয়ে ট্রফি গ্রহণ করবে না। ফলে, বর্তমানে এই বিতর্কের চূড়ান্ত সমাধানের জন্য আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)-এর সভার সিদ্ধান্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে।

বিসিসিআই ছাড়াও শ্রীলঙ্কা ও আফগানিস্তানের ক্রিকেট বোর্ডও নাকভিকে ইমেইল করে ভারতের হাতে ট্রফি হস্তান্তরের অনুরোধ জানিয়েছে। বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা বিষয়টি নিয়ে নাকভিকে ইমেইল করেছেন, তবে এসিসি সভাপতি ভারতের হাতে ট্রফি পাঠানোর জন্য রাজি নন।

এ পর্যন্ত এই বিতর্ক ভারত ও এশিয়ার ক্রিকেট মহলে এক উত্তেজনাপূর্ণ এবং নজরকাড়া বিষয় হিসেবে দেখা যাচ্ছে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ