অলিখিত ফাইনালে আজ টাইগারদের ট্রফি মিশন

অলিখিত ফাইনালে আজ টাইগারদের ট্রফি মিশন
ছবির ক্যাপশান, আজ জিতলে স্বস্তি হারলে লজ্জার রেকর্ডের সামনে বাংলাদেশ ‎
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজে দুই দলই এখন ১–১ সমতায়, ফলে আজকের ম্যাচটি রূপ নিয়েছে সিরিজ নির্ধারণী ফাইনালে। তবে এই ম্যাচে শুধু ট্রফি নয়, বাংলাদেশের জন্য রয়েছে আত্মসম্মান, র‌্যাঙ্কিং এবং এক লজ্জাজনক রেকর্ড এড়ানোর লড়াইও।

আজ যদি বাংলাদেশ পরাজিত হয়, তবে সেটি হবে ওয়ানডেতে টানা পঞ্চম সিরিজ হার যা ২০০৫ সালে জিম্বাবুয়েকে হারিয়ে প্রথম সিরিজ জয়ের পর থেকে আর কখনো ঘটেনি। বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের লড়াইয়েও এই ম্যাচের গুরুত্ব বিশাল। ২০২৭ সালের মার্চের মধ্যে র‌্যাঙ্কিংয়ে অন্তত সেরা নয়ে থাকতে না পারলে বাংলাদেশকে বাছাই পর্ব খেলতে হবে। বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ নবম এবং বাংলাদেশ দশম অবস্থানে রয়েছে।

আজকের ম্যাচে ফলাফলের ভিত্তিতে র‌্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন না হলেও ব্যবধানের প্রভাব পড়বে। বাংলাদেশ জিতলে তাদের পয়েন্ট হবে ৭৬, ওয়েস্ট ইন্ডিজের ৭৯। আর হেরে গেলে বাংলাদেশের পয়েন্ট কমে হবে ৭৩, আর ওয়েস্ট ইন্ডিজের বাড়বে ৮১। অর্থাৎ জিতলেও বাংলাদেশ র‌্যাঙ্কিংয়ে এগোবে না, কিন্তু হেরে গেলে ব্যবধান আরও বেড়ে যাবে।

মিরপুরের কালো মাটির স্পিন সহায়ক উইকেটেই আজ মুখোমুখি হবে দুই দল। এই উইকেটেই প্রথম ম্যাচে রিশাদ হোসেন ৬ উইকেট নিয়ে জয় এনে দেন, কিন্তু দ্বিতীয় ম্যাচে একই উইকেটে সুপার ওভারে জিতে যায় ওয়েস্ট ইন্ডিজ।

অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্ব, দলীয় কৌশল এবং ব্যাটিং অর্ডার নিয়ে ইতিমধ্যেই উঠেছে প্রশ্ন। আজকের ম্যাচে জয় ছাড়া অন্য কোনো ফল মেনে নেওয়ার সুযোগ নেই মিরাজদের জন্য। স্পিন নির্ভর কৌশলেই ক্যারিবীয় ব্যাটারদের বিপর্যস্ত করার প্রত্যাশা করছে টিম বাংলাদেশ।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ