ক্যামেরুন প্রেসিডেন্ট নির্বাচনঃ জয়ী বিশ্বের দীর্ঘতম প্রেসিডেন্ট পল বিয়া

ক্যামেরুন প্রেসিডেন্ট নির্বাচনঃ জয়ী বিশ্বের দীর্ঘতম প্রেসিডেন্ট পল বিয়া
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ক্যামেরুনের প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির বর্তমান রাষ্ট্রপ্রধান পল বিয়া পুনরায় জয়ী হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) দেশটির সাংবিধানিক পরিষদের পক্ষ থেকে আনুষ্ঠানিক ফল ঘোষণার পর তার এই বিজয় নিশ্চিত হয়। ৯২ বছর বয়সী এই নেতা বিশ্বের অন্যতম দীর্ঘতম ক্ষমতাসীন রাষ্ট্রপ্রধান হিসেবে অধিষ্ঠিত হলেন।

প্রেসিডেন্ট পল বিয়া মোট ভোটের ৫৩.৬৬% ভোট পেয়েছেন। তিনি ১৯৮২ সাল থেকে একটানা ক্যামেরুনের ক্ষমতায় রয়েছেন।

নির্বাচনে বিয়ার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন ইসা চিরোমা। তার প্রাপ্ত ভোট ৩৫.১৯%। তিনি সরকারি মুখপাত্র ও মন্ত্রী হিসেবে কাজ করেছেন। এই নির্বাচনে চিরোমা আনুষ্ঠানিক ফল ঘোষণার পূর্বেই নিজেকে বিজয়ী ঘোষণা করেছিলেন। তবে সাংবিধানিক পরিষদ তার সেই দাবি প্রত্যাখ্যান করে বর্তমান প্রেসিডেন্ট বিয়ার জয় নিশ্চিত করে।

এদিকে নির্বাচনের ফল ঘোষণার আগেই ক্যামেরুনের বৃহত্তম শহর দুয়ালায় বিরোধী সমর্থকদের বিক্ষোভকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের সৃষ্টি হয়। জানা গেছে, নির্বাচনের ফলাফলে কারচুপির আশঙ্কায় প্রতিবাদ জানাতে নেমে আসা বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে গত রোববার (২৬ অক্টোবর) অন্তত চার ব্যক্তি প্রাণ হারান।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ