সারা দেশে তীব্র গরমের বিষয়ে যা বলছে আবহাওয়া অধিদপ্তর
 
                                        
                                    - Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
দেশজুড়ে চলমান তীব্র গরমের প্রভাব কিছুটা প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই দিনে সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। বুধবার (২৯ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আগামীকাল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের সর্বত্র দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে। তবে এর পরবর্তী তিন দিন বা ৭২ ঘণ্টা তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অর্থাৎ, সাময়িক স্বস্তি মিললেও স্থায়ীভাবে গরমের প্রভাব কিছুটা বজায় থাকবে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি এবং কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে। একইসঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়া পরিস্থিতির শুরুতে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা হ্রাস পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
এদিকে, বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘মন্থা’-এর প্রভাবও পর্যবেক্ষণে রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি বর্তমানে পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মঙ্গলবার মধ্যরাতে এটি ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে। পরবর্তীতে এটি দুর্বল হয়ে ঘূর্ণিঝড় থেকে গভীর নিম্নচাপে রূপ নেয় এবং বুধবার সকাল ৬টার দিকে অন্ধ্রপ্রদেশ ও সংলগ্ন এলাকায় অবস্থান করে। সংস্থাটির মতে, এটি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তর দেশের জনগণকে সতর্ক থেকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে এবং গরম ও বৃষ্টির মিশ্র পরিস্থিতিতে স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থায় সচেতন থাকার আহ্বান জানিয়েছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।
 
                                 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                    