সাকিবকে ‘চোর-চোট্টা ক্রিকেটার’ আখ্যা দিলেন প্রেসসচিব
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
বাংলাদেশের ক্রিকেট তারকা ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে নিয়ে তীব্র মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তিনি বলেছেন, ‘সাকিবের মতো অপরাধী ক্রিকেটার ১০০ বছরেও আর আসবে না।’ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক মন্তব্যে তিনি এ কথা জানান।
জানা গেছে, সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। নির্বাচনের পরদিন গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি সাকিব আল হাসানকে প্রশংসায় ভাসান। আসিফ বলেন, “সাকিবের ব্যক্তিত্ব ও ব্যক্তিগত ইস্যু তার নিজস্ব ব্যাপার। একজন খেলোয়াড় হিসেবে সাকিব বাংলাদেশের ব্র্যান্ড। আগামী ১০০ বছরে তার মতো ক্রিকেটার পাওয়া কঠিন।”
আসিফ আকবরের এই মন্তব্য নজরে আসে প্রেসসচিব শফিকুল আলমের। পরে তিনি নিজের ফেসবুকে আসিফের বক্তব্যের প্রতিক্রিয়ায় একটি ফটোকার্ড শেয়ার দিয়ে লেখেন, “কথা সত্য। আগামী ১০০ বছরেও এই রকম খুনি-পূজারি, চোর-চোট্টা ও স্টক মার্কেট ডাকাত ক্রিকেটার আসবে না।”
উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট দেশ ত্যাগ করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সরকারের সময় আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব আল হাসান। সরকার পরিবর্তনের পর থেকে প্রায় দেড় বছর ধরে তিনি দেশের বাইরে অবস্থান করছেন। তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
প্রেসসচিবের এমন মন্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ এটিকে অশালীন মন্তব্য হিসেবে আখ্যা দিচ্ছেন, আবার কেউ এটিকে ব্যক্তিগত মতপ্রকাশ হিসেবে দেখছেন।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।