সুদানের গৃহযুদ্ধ থেকে বাঁচতে ৬০ হাজারেরও বেশি মানুষ পালিয়েছে
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
সুদানের উত্তর দারফুর প্রদেশের এল-ফাশের শহর থেকে ৬০ হাজারেরও বেশি বাসিন্দা পালিয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)। আধা-সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) শহরটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে চলমান সহিংসতা, গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের আশঙ্কায় এ মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। প্রায় ১৮ মাসের অবরোধ, খাদ্যসংকট ও বিমান হামলার পর সেনাবাহিনীর সর্বশেষ শক্ত ঘাঁটি এল-ফাশের আরএসএফের হাতে পড়েছে।
ইউএনএইচসিআর-এর মুখপাত্র ইউজিন বায়ুন শুক্রবার এক বিবৃতিতে জানান, সহিংসতা থেকে বাঁচতে লোকজন দলে দলে এল-ফাশের থেকে পশ্চিমে ৮০ কিলোমিটার দূরের তাওইলা শহরের দিকে পালিয়ে যাচ্ছে। আশ্রয়প্রার্থী এসব মানুষের মধ্যে নারী ও শিশুর সংখ্যা সবচেয়ে বেশি। পালিয়ে আসা অনেকেই ধর্ষণ, হত্যা ও অমানবিক নির্যাতনের ভয়াবহ বর্ণনা দিচ্ছে। বায়ুন সতর্ক করে বলেন, সেখানে “প্রায় প্রতিটি শিশু অপুষ্টিতে ভুগছে”, যা মানবিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, এখনো প্রায় দেড় লাখ মানুষ এল-ফাশেরে আটকা রয়েছে। খাদ্য, পানি ও চিকিৎসা সুবিধার চরম সংকটে তাদের জীবন ঝুঁকির মুখে পড়েছে। ইউএনএইচসিআর ও সংশ্লিষ্ট সংস্থাগুলো আশ্রয়, ত্রাণ ও খাদ্য সরবরাহে হিমশিম খাচ্ছে। এদিকে, আরএসএফ তাদের বিরুদ্ধে ওঠা জাতিগত নির্মূল ও গণহত্যার অভিযোগ অস্বীকার করেছে। তবে স্থানীয় সূত্র ও মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে, আরব মিলিশিয়াগুলো ‘আরব নয়’ এমন জনগোষ্ঠীর ওপর লক্ষ্যভিত্তিক হামলা চালাচ্ছে, যা ২০০০ দশকের দারফুর গণহত্যার স্মৃতি জাগিয়ে তুলেছে।
আরএসএফ নিজেদের সদস্যদের মধ্যেও কঠোর শৃঙ্খলা অভিযান চালাচ্ছে বলে দাবি করেছে। সম্প্রতি নিরস্ত্র ব্যক্তিদের হত্যার অভিযোগে আবু লুলু নামে এক যোদ্ধাকে গ্রেপ্তারের ফুটেজ প্রকাশ করেছে তারা। টিকটক কর্তৃপক্ষও জানিয়েছে, লুলুর সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকটি অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে।
২০২৩ সালের এপ্রিল থেকে সুদানে সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে ক্ষমতা দখল নিয়ে গৃহযুদ্ধ চলছে। দুই পক্ষ একসময় মিত্র ছিল এবং ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসে। কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থিত বেসামরিক শাসন পুনঃপ্রতিষ্ঠার পরিকল্পনা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এ সংঘাতে এখন পর্যন্ত কমপক্ষে দেড় লাখ মানুষ নিহত এবং প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘের মতে, চলমান এই যুদ্ধ বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় মানবিক সঙ্কটে পরিণত হয়েছে। এল-ফাশের দখলের পর আরএসএফ পশ্চিম সুদান ও কর্ডোফানের বড় অংশ নিয়ন্ত্রণে নিয়েছে, অন্যদিকে সেনাবাহিনী রাজধানী খার্তুম ও পূর্বাঞ্চলে অবস্থান করছে, যা দেশটির ভূরাজনৈতিক বিভাজনের আশঙ্কা আরও ঘনীভূত করছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।