২০ আসনের জন্য বিএনপির দ্বারস্থ এনসিপি নেতা নাহিদ ও পাটোয়ারী

২০ আসনের জন্য বিএনপির দ্বারস্থ এনসিপি নেতা নাহিদ ও পাটোয়ারী
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

প্রকাশ্যে বিএনপির সমালোচনা করলেও, পর্দার আড়ালে আসন সমঝোতার জন্য দলটির নেতাদের কাছে ধর্না দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একাধিক শীর্ষ নেতা। সম্প্রতি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাবি শাখার সাবেক আহবায়ক আব্দুল কাদেরের একটি ফেসবুক পোস্টের বরাতে এমন চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।

কাদেরের সাম্প্রতিক এক ফেসবুক পোস্ট অনুযায়ী, গত পনেরো দিনের মধ্যে এক এনসিপি নেতা ও তার এক ঘনিষ্ঠ সহযোগী, যাকে তিনি ‘ইমাম সাহেব’ বলে উল্লেখ করেছেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের বাসায় তিনবার বৈঠক করেছেন। মূলত ২০টি আসন নিয়ে সম্ভাব্য সমঝোতা প্রক্রিয়া নিয়ে আলোচনা হয় বলে জানা যায়। এছাড়াও, ঐ এনসিপি নেতা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসাতেও একবার সাক্ষাৎ করেছেন বলে আব্দুল কাদেরের পোস্টে দাবি করা হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী একাধিকবার বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের সাথে বৈঠক করেছেন। 

আব্দুল কাদের তাঁর পোস্টে অভিযোগ করে বলেন, দিনের বেলায় বিএনপির বিরুদ্ধে বক্তব্য দিলেও রাতের আঁধারে ঐ নেতা আসন ভাগাভাগির জন্য বিএনপি নেতাদের বাসায় ধর্না দেন। তাঁর ভাষায়, “আপোষহীনতার মুখোশ পরে থাকা এই নেতা আসলে আসন সমঝোতার জন্য ব্যাটার নেগোসিয়েশানের কৌশল নিয়েই মিডিয়ায় উল্টোপাল্টা মন্তব্য করছেন।”

কাদের আরও উল্লেখ করেন, গণ-অভ্যুত্থানের পর তরুণদের নেতৃত্বে রাজনীতির নব সূচনা হওয়ার কথা থাকলেও কয়েকজন ব্যক্তি দলকে কুক্ষিগত করে রেখেছেন। কাদেরের মতে, ঐ নেতা নিজের আসনসহ পছন্দের আসনগুলো নিশ্চিত করতে পারলেই আপোষে যেতে দ্বিধা করবেন না। কাদেরের দাবি, এই ধরনের ‘মাইনাস রাজনীতি’ ও ‘কোরামবাজি’ এনসিপির অভ্যন্তরীণ অস্থিরতাকে আরও ঘনীভূত করছে। যদিও ঐ ফেসবুক পোস্টে আব্দুল কাদের  এনসিপির দাবি করা ২০টি আসনের তালিকা প্রকাশ করেননি।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ