২৮ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে ২৪তম আন্তর্জাতিক কেরাত সম্মেলন
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ঢাকায় ২৪তম আন্তর্জাতিক কেরাত সম্মেলন ২৮ নভেম্বর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। পবিত্র কোরআনের তিলাওয়াত চর্চাকে আন্তর্জাতিক অঙ্গনে আরও প্রসারিত করার লক্ষ্য নিয়ে বিকেল ৪টায় শুরু হবে ‘২৪তম আন্তর্জাতিক কেরাত সম্মেলন বাংলাদেশ–২০২৫’। মর্যাদাপূর্ণ এ আয়োজনের উদ্যোক্তা আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থা ‘ইক্বরা’। পৃষ্ঠপোষকতায় রয়েছে পিএইচপি ফ্যামিলি এবং সহযোগিতায় ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে যোগ দেবেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. হালিম খান, ঢাকা জেলা প্রশাসক তানজিল আহমেদ এবং বাংলাদেশ পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) এজাজ আহমেদ। পাশাপাশি অনুষ্ঠানে অংশ নেবেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা।
এবারের সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত খ্যাতনামা ক্বারিদের অংশগ্রহণ তিলাওয়াতপ্রেমীদের মধ্যে বিশেষ আগ্রহ সৃষ্টি করেছে। অংশগ্রহণকারীদের মধ্যে উল্লেখযোগ্য মিসরের ক্বারি শাইখ আহমদ আল জাওহারি, তুরস্কের শাইখ আব্দুল ওয়ালী আরাকানি, পাকিস্তানের ক্বারি আনোয়ারুল হাসান শাহ বুখারী, ইরানের মাহদী গুলামনেজাদ এবং ফিলিপাইনের ক্বারি মুহাম্মদ নাইর আসফার।
সম্মেলনের সভাপতিত্ব করবেন বিশ্বখ্যাত তিলাওয়াতকার ও আল-আজহারি শাইখ আহমদ বিন ইউসুফ আল আজহারী। আয়োজক সূত্র জানিয়েছে, কোরআন তিলাওয়াতের শুদ্ধ উচ্চারণ, শিল্পরীতি ও আন্তর্জাতিক মানের অনুশীলন ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই প্রতিবছর এ সম্মেলন আয়োজন করা হয়।
১৯৯১ সালে বেতার ও টেলিভিশনের সাবেক প্রধান ক্বারি, মুক্তিযুদ্ধের সংগঠক এবং বিশ্বখ্যাত তিলাওয়াতকারী মাওলানা ক্বারি মুহাম্মদ ইউসুফ (রহ.) প্রতিষ্ঠিত ‘ইক্বরা’ গত ৩৪ বছর ধরে ধারাবাহিকভাবে আন্তর্জাতিক কেরাত সম্মেলনের আয়োজন করে আসছে। এ বছরের আয়োজনও ধর্মীয় শিক্ষা ও কোরআন চর্চার প্রসারে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।