মেহজাবীনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, খবর উড়িয়ে দিয়ে বললেন 'ভিত্তিহীন'
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ঢাকার এক আদালত। অভিযোগে বলা হয়েছে, তারা ব্যবসায় অংশীদার করার প্রতিশ্রুতি দিয়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ করেছেন এবং বাদীকে হত্যার হুমকি দিয়েছেন। তবে এই খবর ভিত্তিহীন বলে ঊড়িয়ে দিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী।
ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩-এর বিচারক আফরোজা তানিয়া ১০ নভেম্বর এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মামলার বাদী আমিরুল ইসলাম রোববার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ১০ নভেম্বর আদালতে আসার জন্য আসামিদের নোটিশ দেওয়া হলেও তারা উপস্থিত হননি। এ কারণে আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
আদালত মামলার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ ডিসেম্বর দিন ঠিক করেছে। মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, আমিরুল ইসলামের সঙ্গে দীর্ঘদিন পরিচয়ের সুবাদে মেহজাবীন ও তার ভাই বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাকে নতুন পারিবারিক ব্যবসার অংশীদার হিসেবে রাখার প্রতিশ্রুতি দেন। নগদ ও বিকাশের মাধ্যমে ২৭ লাখ টাকা প্রদান করার পরও তারা ব্যবসায়িক কার্যক্রম শুরু করেননি। টাকা চাইলে প্রতিনিয়ত ‘আজকে দিবো, কালকে দিবো’ বলে সময়কালক্ষেপণ করা হয়।
এরপর ১১ ফেব্রুয়ারি বিকালে পাওনা টাকা নিতে গেলে মেহজাবীন ও তার ভাইসহ অজ্ঞাতনামা কয়েকজন তাকে গালিগালাজ ও জীবননাশের হুমকি প্রদান করেন। এরপর তিনি ভাটারা থানায় বিষয়টি জানিয়ে আদালতে মামলা দায়ের করেন। ২৪ মার্চ এই মামলা ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা হয়।
ঘটনার পর মেহজাবীন চৌধুরী সামাজিক মাধ্যমে গ্রেফতারি পরোয়ানার খবর উড়িয়ে দিয়ে বলেন, ‘অনলাইনে আমার নাম ব্যবহার করে কিছু ভিত্তিহীন মামলা সংক্রান্ত খবর ছড়িয়ে পড়েছে। সকল সাংবাদিকসহকর্মীর প্রতি অনুরোধ, যাচাইহীন সংবাদ প্রকাশ থেকে বিরত থাকুন।’
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।