হেড অফ সেলস’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
Akij Resources নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ঢাকাভিত্তিক Akij Health & Beauty Ltd-তে ‘হেড অফ সেলস’ পদে অভিজ্ঞ প্রার্থী নিয়োগ দেবে।
যোগ্যতা ও অভিজ্ঞতা:
ব্যাচেলর ডিগ্রি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, মার্কেটিং বা সংশ্লিষ্ট ক্ষেত্রে; এমবিএ প্রার্থীদের জন্য অগ্রাধিকার।
প্রার্থীর অভিজ্ঞতা থাকা উচিত: ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা। FMCG, প্যাকেজড ফুড/বেভারেজ, কসমেটিক্স, টয়লেটরিজ বা পার্সোনাল কেয়ার খাতে।
দায়িত্ব:
১. পার্সোনাল কেয়ার পোর্টফোলিওর জন্য বিক্রয় কৌশল নির্ধারণ ও বাস্তবায়ন।
২. বাজারের নতুন ট্রেন্ড চিহ্নিত করে বিক্রয় ও উদ্ভাবন বৃদ্ধিতে কাজ করা।
৩. জেনারেল ট্রেড, মডার্ন ট্রেড, ই-কমার্স ও প্রফেশনাল চ্যানেল পরিচালনা।
৪. পণ্য উপলব্ধতা, ভিজিবিলিটি ও মার্চেন্ডাইজিং নিশ্চিত করা।
৫. বিতরণ নেটওয়ার্ক শক্তিশালী করা ও দ্রুত পণ্য পৌঁছানোর জন্য কার্যকর রুট-টু-মার্কেট মডেল বাস্তবায়ন।
৬. বার্ষিক, ত্রৈমাসিক ও মাসিক বিক্রয় লক্ষ্য নির্ধারণ ও অর্জন নিশ্চিত করা।
৭. নতুন পণ্য লঞ্চ, কনজিউমার ক্যাম্পেইন ও ব্র্যান্ড অ্যাক্টিভেশন পরিকল্পনায় মার্কেটিং টিমের সঙ্গে সমন্বয়।
বেতন ও সুযোগ–সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, সপ্তাহে ২টি ছুটি, ফেস্টিভাল বোনাস (২ বার)।
চাকরির ধরন: ফুল টাইম
কর্মস্থল: ঢাকা
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন
আবেদনের শেষ সময়: ৩০ নভেম্বর ২০২৫ পর্যন্ত।
বিস্তারিত জানতে: https://akijresource.com/?utm_source=chatgpt.com
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।