বাউল আবুল সরকারের শাস্তি চাইলেন গণঅধিকার পরিষদের হাসান আল মামুন

বাউল আবুল সরকারের শাস্তি চাইলেন গণঅধিকার পরিষদের হাসান আল মামুন
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

বাউল শিল্পী আবুল সরকারের বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক এবং গণঅধিকার পরিষদের মুখপাত্র ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে তিনি সরাসরি উল্লেখ করেন, “মত প্রকাশের স্বাধীনতা আমাদের সংবিধানে বলা আছে। কিন্তু মত প্রকাশের নামে এই আবুল সরকার আল্লাহকে নিয়ে যে মন্তব্য করেছেন তা কোনোভাবেই গ্রহণযোগ্য না।”

তিনি অভিযোগ করেন, আবুল সরকার তাঁর বক্তব্যে আল্লাহ সম্পর্কে এমন ভাষা ব্যবহার করেছেন যা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে সরাসরি আঘাত হানে। মামুন বলেন, আবুল সরকার প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন- “আল্লাহ তুমি এতো বুঝো তাহলে তোমার মতো ২/৪ শত আল্লাহ কেনো সৃষ্টি করলা না?” -যা তাঁর মতে ঘৃণ্য এবং স্পষ্টভাবে অবমাননাকর। তিনি আরও লিখেছেন, “আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে কটুক্তি করতে গিয়ে আবুল সরকার এমন জঘন্য শব্দ ব্যবহার করেছেন যা আমি লিখতে পারছি না।”

তাঁর অবস্থান হলো, এ ধরনের মন্তব্য কোনোভাবেই সহ্যযোগ্য নয় এবং এর জন্য আবুল সরকারের আইনি শাস্তি হওয়া উচিত।

বাউল গানের সাম্প্রতিক ধারা নিয়েও কঠোর সমালোচনা করেন তিনি। তাঁর দাবি, দেশের বিভিন্ন মাজারকেন্দ্রিক আয়োজনসহ অনেক বাউল গান বর্তমানে অশ্লীলতার দিকে ঝুঁকে পড়েছে। তিনি পোস্টে লিখেন, “বিভিন্ন মাজারকে কেন্দ্র করে কিংবা দেশের বিভিন্ন স্থানে যে বাউল গানের আয়োজন করা হয় এর অধিকাংশ গানই চরম পর্যায়ের অশ্লীল এবং এসবের মাধ্যমে সমাজে অশ্লীলতা ছড়িয়ে দেওয়া হচ্ছে।” তিনি মনে করেন, ধর্ম অবমাননা ও অশ্লীলতার নামে বাউল গান ব্যবহার বন্ধে রাষ্ট্রীয় পর্যায়ে কঠোর নজরদারি প্রয়োজন।

ধর্মপ্রাণ জনগণের উদ্দেশে তিনি অনুরোধ জানিয়ে বলেন, “আইন নিজের হাতে তুলে নিবেন না… কেউ অপরাধ করলে তাঁর বিরুদ্ধে আইনের আশ্রয় নিন কিন্তু কারো গায়ে হাত তুলবেন না।”

হাসান আল মামুন মনে করেন, আইনের সঠিক প্রয়োগ ও দায়িত্বশীল নাগরিক আচরণই সমাজে শান্তি, শৃঙ্খলা এবং ধর্মীয় সম্মান বজায় রাখতে সক্ষম।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ